কিভাবে আপনার কম্পিউটার অন ও অফ শিডিউল করবেন?

যদিও আমরা প্রায় সকলেই ম্যানুয়ালি আমাদের কম্পিঊটার বন্ধ করি, কিন্তু আমাদের সবার কম্পিউটারেই অটোমেটিক বন্ধ করার অপশানটি রয়েছে।

|
Microsoft Windows Phone 8.1 Review

যদিও আমরা প্রায় সকলেই ম্যানুয়ালি আমাদের কম্পিঊটার বন্ধ করি, কিন্তু আমাদের সবার কম্পিউটারেই অটোমেটিক বন্ধ করার অপশানটি রয়েছে। উইন্ডোস, ম্যাক, লিনাস্ক তিনটি অপারেটিং সিস্টেমেই নির্দিষ্ট সময়ে কম্পিউটার চালু বা বন্ধ করতে পারবেন। আসুন দেখে নেওয়া যাক কিভাবে অ্যাকটিভ করবেন এই ফিচার।

উইন্ডোজঃ

উইন্ডোজঃ

টাস্ক শিডিউলারের মাধ্যমে আপনি উইন্ডোজে অটোমেটিক বুট বা শাট ডাউন করতে পারবেন। আপনি কমান্ড প্রমট ব্যাবহার করেও চালু করতে পারবেন এই ফিচার। আসুন দেখে নেওয়া যাক।

  • শাট ডাউনঃ shutdown.exe -s -t 00
  • হাইবারনেটঃ rundll32.exe
  • powrprof.dll,SetSuspendState
  • স্লিপঃ rundll32.exe powrprof.dll,SetSuspendState 0,1,0
  • টাস্ক শিডিউলার দিয়ে করতে নিচের স্টেপগুলি ব্যাবহার করুন।

    টাস্ক শিডিউলার দিয়ে করতে নিচের স্টেপগুলি ব্যাবহার করুন।

    স্টেপ ১। সার্চে গিয়ে টাস্ক শিডিউলার সিলেক্ট করুন।

    স্টেপ ২। দান দিকে "Create Task"-এ ক্লিক করুন। এরপর "Run with highest privileges" সিলেক্ট করুন। এছাড়াও 'Run whether user is logged on or not' সিলেক্ট করুন।

    স্টেপ ৩। এবার সেটিংস-এ গিয়ে 'Stop the task if it runs longer than' সিলেক্ট করুন। এবং সেটি এক ঘন্টা সিলেক্ট করুন।

    স্টেপ ৪। এবার অ্যাকশান ট্যাবে যান নিউ তে ক্লিক করে "Start a Program" এ ক্লিক করুন অ্যাকশান হিসাবে। এরপর প্রোগ্রামটি শাট ডাউন সিলেক্ট করুন আর্গুমেন্ট -s।

    স্টেপ ৫। ট্রিগারে ট্যাবে ক্লিক করে নিউ সিলেক্ট করুন। এবার নিজের পছন্দমতো শিডিউল সিলেক্ট করে নিন।

    ম্যাক ওএস এক্স

    ম্যাক ওএস এক্স

    ম্যাক ওএস এক্স-এ আপনি সিস্টেম প্রেফারেন্সে গিয়ে এনার্জি সেভার আইকনটি অন করে দিন। এবার "Schedule" সিলেক্ট করে এখানে নিজের পছন্দমতো শিডিউল বেছে নিন।

    দেপ্ত অফ ফিল্ড কি?দেপ্ত অফ ফিল্ড কি?

    লিনাক্স

    লিনাক্স

    লিনাক্সে rtcwake কমান্ডের মাধ্যমে এই ফচারগুলি অটোমেট করতে পারবেন।

Best Mobiles in India

Read more about:
English summary
While most of us shut down our computer manually, there is an option you can use called the Task Scheduler to shut down, restart or perform any action at a specific time as you wish. Check out for more.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X