Just In
হোয়াটসঅ্যাপে মকর সংক্রান্তি স্টিকার পাঠাবেন কীভাবে?
সম্প্রতি হোয়াটসঅ্যাপে যোগ হয়েছে স্টিকার। অ্যান্ড্রয়েড ও আইওএস গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পাবেন। ইতিমধ্যেই জনপ্রিয়তার শিখরে পৌঁছেছে এই স্টিকারগুলি। বড়দিন অথবা ইংরাজি নতুন বছরের সময় হোয়াটসঅ্যাপে স্টিকার ব্যবহার করে প্রিয়জনকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। মকর সংক্রান্তিতে প্রিয়জনকে হোয়াটসঅ্যাপে স্টিকার পাঠানোয় উপায় জেনে নিন।

অ্যানড্রয়েড গ্রাহক
স্টেও ১। হোয়াটসঅ্যাপ ওপেন করে স্মাইলি বাটনে ট্যাপ করুন।
স্টেপ ২। এবার নীচে GIF বাটনের পাশে স্টিকার অপশান দেখতে পাবেন।
স্টেপ ৩। স্টিকার আইকনে ট্যাপ করলে স্টিকার স্টোরে পৌঁছে যাবেন। সেখানে একাধিক স্টিকার প্যাক থাকবে।
স্টেপ ৪। এবার নীচে স্ক্রোল করে 'গেট মোর স্টিকার’ সিলেক্ট করুন।
স্টেপ ৫। এবার গুগল প্লে স্টোরে পৌঁছে যাবেন।
স্টেপ ৬। এখানে মকর সংক্রান্তি সংক্রান্ত একাধিক স্টিকার প্যাক দেখতে পাবেন।
স্টেপ ৭। পছন্দের স্টিকার প্যাক ডাউনলোড করুন।
স্টেপ ৮। ডাউনলোড হয়ে যাওয়া পরে 'অ্যাড অন হোয়াটসঅ্যাপ’ সিলেক্ট করুন।
স্টেপ ৯। এবার হোয়াটসঅ্যাপে স্টিকার সেগমেন্টে মকর সংক্রান্তি স্টিকার দেখতে পাবেন।
আইফোন গ্রাহক
স্টেপ ১। অ্যাপ স্টোর থেকে স্টিকার ডাউনলোডের অপশান না থাকলেও আইফোন থেকে একটি বিশেষ উপায়ে মকর সংক্রান্তি স্টিকার পাওয়া যাবে।
স্টেপ ২। আইফোনে আপনার হোয়াটসঅ্যাপে কেউ মকর সংক্রান্তি স্টিকার পাঠালে তা ফেভারিটে অ্যাড করে নেওয়া যাবে।
স্টেপ ৩। ফেভারিটে যোগ করার পরে সেই স্টিকার প্রিয়জকে পাঠানো যাবে।
স্টেপ ৪। ফেভারিটে যোগ করার জন্য স্টিকারের উপরে ট্যাপ করে স্টার আইকন সিলেক্ট করতে হবে।
স্টেপ ৫। এর পরে টেস্কট বারে স্টিকার অপশান সিলেক্ট করে এই স্টিকার প্যাক দেখতে পাবেন।
স্টেপ ৬। প্রিয়জনকে পাঠাতে পছন্দের স্টিকারটি সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470