Just In
Don't Miss
অনলাইনে মনের মতো জিও নম্বর বাছবেন করবেন কীভাবে?
মোবাইল নম্বরে নিজের পরিচয় রাখতে অনেকেই বিশেষ নম্বর খোঁজেন। এই জন্য হন্যে হয়ে এই দোকান থেকে অন্য দোকানে গিয়ে হাজার হাজার নম্বর দেখে নিজের নম্বর পছন্দ করেন অনেকেই। বিশেষ নম্বরের কারণে ফোন নম্বর মনে রাখতে সুবিধা হয়। অনেকে আবার নিজের সৌভাগ্যশালী নম্বরের খোঁজে থাকেন।
যদিও বিশেষ মোবাইল নম্বর পেতে এবার আর বেশি কাঠখড় পোড়াতে হবে না। জিও গ্রাহকরা চাইলে সহজেই নিজের ভিআইপি নম্বর পেতে পারেন। যদিও কোম্পানির তরফ থেকে এই নম্বর বিক্রি করা হয় না। তবে কয়েকটি এজেন্সির মাধ্যমে জিওর বিশেষ নম্বর কেনা যাবে।
অনলাইনে বিভিন্ন এজেন্সি এই কাজে আপনাকে সাহায্য করতে পারে। শুরুতে নিজের পছন্দের নম্বর সিলেক্ট করতে হবে। প্রত্যেক নম্বরের জন্য বিশেষ দাম ঠিক করা থাকবে। নির্দিষ্ট দাম দিয়ে নম্বর পছন্দ করার পরেই আপনি একটি ইউনিক পোর্টিং কোড পাবেন। নিকটবর্তী দোকানে গিয়ে আপনার নম্বরটি পোর্ট করে নিতে পারবেন।
এছাড়াও আপনি যদি আমন কাউকে চেনেন যিনি একটি ভালো নম্বর ব্যবহার করেন, তাহলেও পোর্টিংয়ের মাধ্যমে সেই নম্বর নিজের নামে করে নেওয়া যাবে।
বিভিন্ন ভিআইপি নম্বরের জন্য ১,০০০ টাকা থেকে ২৫,০০০ টাকা পর্যন্ত চার্জ করে বিভিন্ন এজেন্সি। তাই এই কাজে পকেটে অনেকটা চাপ পড়তে পারে।
এছাড়াও শীঘ্রই জিও ফোন গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্টের সুবিধা নিয়ে আসছে রিলায়েন্স জিও। শীঘ্রই জিওফোন গ্রাহকরা নিজের ফিচার ফোন থেকে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশনের সঙ্গে হাত মিলিয়ে জিওফোন গ্রাহকদের জন্য ইউপিআই পেমেন্টের সুবিধা নিয়ে আসছে মুকেশ আম্বানির কোম্পানি। সম্প্রতি পরীক্ষামূলক ভাবে প্রায় এক হাজার জিওফোন গ্রাহকের ফোনে এই পরিষেবা শুরু হয়েছে।
সম্প্রতি প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে জিওফোনে পরীক্ষামুলক ভাবে ইউপিআই পেমেন্ট শুরু হয়েছে। শীঘ্রই সব জিওফোন গ্রাহকের ফোনে এই পরিষেবা পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে প্রায় এক বছরের বেশি সময় ধরে জিওফোনে এই ফিচার তৈরির কাজ করছিল মুম্বাইয়ের কোম্পানিটি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190