Just In
জিমেল অ্যাপে অন্য ইমেল অ্যাকাউন্ট অ্যাড করবেন কীভাবে?
সোশ্যাল মিডিয়ার সময়েও এখনও সমানভাবে প্রাসঙ্গিক ইমেলের ব্যবহার। বিশেষ করে কাজের ক্ষেত্রে এখনও যোগাযোগের প্রধান মাধ্যম ইমেল। আপনি একাধিক ইমেল আইডি ব্যবহার করেন? এর মধ্যে একটি জিমেল অ্যাকাউন্ট? কিন্তু ফোন থেকে ইমেল চেক করার জন্য আপনাকে বারবার বিভিন্ন অ্যাপ বদল করতে হয়? তবে আপনি সঠিক জায়গায় এসেছে। এই প্রতিবেদনে আমরা দেখে নেব, জিমেল ছাড়াও অন্য ইমেল কীভাবে জিমেল অ্যাপের মাধ্যমে লগ ইন করবেন?

জিমেল অ্যাপের মাধ্যমে জিমেল ছাড়াও ইয়াহু, হটমেল ও অন্যান্য ইমেল লগ ইন করতে দেয়। তাই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে ইমেলে লগ ইনের সঙ্গে সঙ্গেই অন্যান্য ইমেল অ্যাকাউন্টও জিমেল অ্যাপের মাধ্যমে লগ ইন করা যায়। সেখানে আপনি জিমেল অ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন।
আপনার অফিসের ইমেল অথবা অন্য কোন ইমেল অ্যাড্রেস জিমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে চান? দেখে নিন কীভাবে করবেন?
জিমেল অ্যাপ থেকে অন্য ইমেল লগ ইন করবেন কীভাবে?
স্টেপ ১। অ্যানড্রয়েড অথবা আইওএস ডিভাইসে জিমেল অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। স্ক্রিনের ডান দিকে উপরে প্রোফাইল ফটো আইকনে ট্যাপ করুন।
স্টেপ ৩। এখানে 'অ্যাড অ্যানাদার ইউজার’ সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে প্রথমে আপনার ইমেল অ্যাকাউন্টের প্রোভাইডার সিলেক্ট করুন। তালিকায়, ইয়াহু, হটমেল, অফিস ৩৬৫, আউটলুক সহ বিভিন্ন অপশন পাবেন। শেষে 'জিমেলিফাই’ সিলেক্ট করলে আপনি জিমেলের সব ফিচার সেই ইমেলে ব্যবহার করতে পারবেন।
স্টেপ ৫। এর পরে আপনি সব অ্যাকাউন্টের ইমেল একসঙ্গে দেখতে 'অল ইনবক্স’ সিলেক্ট করুন। শুধুমাত্র সেই নির্দিষ্ট অ্যাকাউন্টের ইমেল দেখতে প্রাইমারি অ্যাকাউন্ট সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470