Just In
হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে টেকস্ট রেখে শুধু ছবি ও ভিডিও ডিলিট করতে চান? দেখে নিন উপায়
ভারত তথা বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং সার্ভিস হোয়াটসঅ্যাপ। প্রায় সব স্মার্টফোন গ্রাহক এই মেসেজিং সার্ভিস ব্যবহার করেন। সবাই একই মেসেজিং সার্ভিস ব্যবহারের সুবিধা থাকার সঙ্গেই রয়েছে একাধিক সমস্যা। হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড ছবি ও ভিডিও অনেক সময় বিরক্তির কারণ হয়ে ওঠে। এই সমস্যার সমাধানে সম্প্রতি এক নতুন ফিচার নিয়ে এসেছিল মার্কিন কোম্পানিটি।

এবার থেকে হোয়াটসঅ্যাপে যে কোন ব্যক্তিগত ও গ্রুপ চ্যাট চিরতরে মিউট করে রাখা যাবে। ফলে ফরওয়ার্ড হওয়া মেসেজ থেকে অনেকটা রেহাই মিলেছিল।যদিও হোয়াটসঅ্যাপ মিডিয়া অটো ডাউনলোড ফিচার বন্ধ করে অযাচিত ছবি ও ভিডিওর হাত থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব। এই ফিচার বন্ধ করে রাখলে ছবি ও ভিডিওর সঙ্গেই কোন স্টিকারও নিজে থেকে ডাউনলোড হবে না। তবে হোয়াটসঅ্যাপ চ্যাটে টেকস্ট ডিলিট না করেই শুধুমাত্র ছবি ভডিও ও অন্যান্য মিডিয়া ডিলিট করা সম্ভব। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা এই ফিচার ব্যবহার করতে পারবেন।
দেখে নিন কীভাবে?
স্টেপ ১।
হোয়াটসঅ্যাপ ওপেন করে সেটিংস-এ যান। এর পরেই 'ডেটা অ্যান্ড স্টোরেজ ইউসেজ' সিলেক্ট করুন। এর পরে স্টোরেজ ইউজেস সিলেক্ট করুন।
স্টেপ ২।
যে ব্যাক্তিগত চ্যাট অথবা গ্রুপ চ্যাট থেকে ছবি ও ভিডিও ডিলিট করতে চান সেটা সিলেক্ট করুন। স্টেপ ৩। এবার 'ম্যানেজ' অপশোন সিলেক্ট করে ছবি, ভিডিও সহ যে যে মিডিয়া ডিলিট করতে চান সেগুলি সিলেক্ট করুন।
স্টেপ ৪।
এবার 'ক্লিয়ার' সিলেক্ট করে কনফার্ম করুন।এখানে চাইলে আপনি শুধুমাত্র টেকস্ট মেসেজগুলিও ডিলিট করতে পারবেন। অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা এই ফিচার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সহজেই ছবি ও ভিডিও ডিলিট করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086