Just In
অনলাইনে আধার কার্ড ডাউনলোড করবেন কীভাবে? সহজ পদ্ধতি জেনে নিন
গোটা দেশে পরিচয়পত্র হিসাবে ব্যবহার হয় আধার কার্ড। এছাড়াও বিভিন্ন সরকারি কাজে ও ব্যাঙ্ক ও অন্যান্য আর্থিক লেনদেনেও আধার বাধ্যতামূলক হয়েছে। আধার কার্ডে থাকে একটি ১২ ডিজিটের আধার নম্বর। এই নম্বর ব্যবহার করেই দেশের যে কোন জায়গায় নিজের পরিচয় বৈধ করা সম্ভব হয়।

ইন্ডিয়া পোস্টের মাধ্যমে পাওয়া আধারের মতোই ইউআইডিএআই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা আধারও দেশের যে কোন প্রান্তে ব্যবহার করা যায়। দেশের যে কোন নাগরিক অনলাইনে আধার ডাউনলোড করে নিতে পারবেন।
ই-আধার আসলে সাধারণ আধার কার্ডের ইলেকট্রনিক ভার্সন। এখানে নাম, ঠিকানা, বয়স ও অন্যান্য সব গুরুত্বপূর্ণ নথি লেখা থাকে।
অনলাইনে আধার কার্ড ডাউনলোড করবেন কীভাবে?
স্টেপ ১। ইউআইডিএআই-এর ওয়েবসাইট (https://uidai.gov.in/) ওপেন করুন।
স্টেপ ২। এবার ডাউনলোড আধার অপশন সিলেক্ট করুন। মাই আধার মেনুতে পাবেন এই অপশন।
স্টেপ ৩। সরাসরি আধার কার্ড ডাউনলোডের জন্য https://eaadhaar.uidai.gov.in/ ওপেন করুন।
স্টেপ ৪। এখানে তিনটি অপশন দেখতে পাবেন। আধার, এনরোলমেন্ট আইডি ও ভার্চুয়াল আইডি।
স্টেপ ৫। আপনার আধার কার্ড থাকলে "আধার” অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৬। এবার ১২ ডিজিট আধার নম্বর দিয়ে দিন।
স্টেপ ৭। এবার ভেরিফিকেশনের জন্য ক্যাপচা কোড দিন। এর পরে 'সেন্ড ওটিপি’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৮। আপনার আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসিয়ে দিন।
স্টেপ ৯। এবার 'ভেরিফাই অ্যান্ড ডাউনলোড’ অপশন বেছে নিন।
স্টেপ ১০। এর পরে আপনার কম্পিউটারে আধার কার্ড ডাউনলোড হয়ে যাবে।
ডাউনলোড হওয়া ফাইল পাসওয়ার্ডের মাধ্যমে সুরক্ষিত থাকবে। নিজের নামের প্রথম চার অক্ষর ও জন্মের বছর টাইপ করলে এই ফাইল ওপেন হবে।
নিজের আধার কার্ড না জানলেও এনরোলমেন্ট নম্বরের মাধ্যমে আধার ডাউনলোড করা যাবে।
নাম ও জন্মের তারিখ ব্যবহার করে আধার কার্ড ডাউনলোড করবেন কীভাবে?
স্টেপ ১। আধার কার্ড নম্বর ভুলে গেলে https://resident.uidai.gov.in/ ওয়েবসাইট ওপেন করুন।
স্টেপ ২। এবার আপনার সম্পূর্ণ নাম লিখুন। সঙ্গে রেজিস্টার্ড ইমেল আইডি টাইপ করুন।
স্টেপ ৩। এবার "সেন্ড ওয়ান টাইম” সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার আপনার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। কম্পিউটারে 'ভেরিফাই ওটিপি’ অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৫। এবার আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আধার নম্বর পাঠিয়ে দেওয়া হবে।
স্টেপ ৬। একবার আধার নম্বর জেনে গেলে https://eaadhaar.uidai.gov.in/ পেজ থেকে উপরের পদ্ধতি অনুসরণ করে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন।
স্টেপ ৭। এবার "আই হ্যাভ এনরোলমেন্ট নম্বর” অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৮। এখানে আধার নম্বর, সম্পূর্ণ নাম, পিন কোড ও ক্যাপচা ভেরিফাই করুন।
স্টেপ ৯। এবার "ওয়ান টাইম পাসওয়ার্ড” অপশন সিলেক্ট করুন।
স্টেপ ১০। এবার আপনি একটি ওটিপি পাবেন। এই ওটিপি-র মাধ্যমে "ডাউনলোড আধার” অপশন থেকে আধার ডাউনলোড করে নিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470