হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করার সহজ উপায়

|

ফেসবুকের ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি খুবই কাজের অ্যাপ্লিকেশন। Whatsapp আসার পরে মানুষের জীবন অনেক সহজ হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের সুবিধার জন্য, কোম্পানি একাধিক নতুন ফিচার বাজারে আনতে থাকে। গত বছর হোয়াটসঅ্যাপে এসেছিল স্ট্যাটাস ফিচার। প্রায় এক বছর Whatsapp স্ট্যাটাস ফিচার লঞ্চ হয়েছে, তবে এই ফিচারের একই রকম থেকে গিয়েছে। গ্রাহকদের মন জয় করেছে এইই ফিচার। 24 ঘন্টা পরে নিজে থেকে ডিলিট হয়ে যায় স্ট্যাটাসগুলি। ফটো বা ভিডিও সহজেই অবস্থা পোস্ট করা যায় স্ট্যাটাসে।

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করার সহজ উপায়

শুধু হোয়াটসঅ্যাপে নয়, ফেসবুক এবং ইন্সটগ্রাম অ্যাপ্লিকেশনেও স্ট্যাটাস ফিচার রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ ভিডিও স্ট্যাটাস Whatsapp এ পোস্ট করা হয়। বন্ধু ও প্রিয়জনদের পোস্ট করা স্ট্যাটাসগুলি ডাউনলোড করার ইচ্ছা থাকলেও তা ডাউনলোড করার কোন উপায় থাকে না। আজ আমরা আপনাকে এই বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে বলব। এই পদ্ধতি ব্যবহার করে আপনি পছন্দের WhatsApp স্ট্যাটাস ডাউনলোড করতে পারবেন।

হিডেন ফোল্ডার ডাউনলোড করুন এইভাবে

পছন্দের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ডাউনলোড করতে আপনাকে অবশ্যই প্রথমে লুকিয়ে থাকা .statuses ফোল্ডারটি আনহাইড করতে হবে। আপনি যে কোন WhatsApp স্ট্যাটাসে ক্লিক করলে তা আপনার ফোনে স্টোর হয়ে যায়। এখন আপনি এই লুকানো ফোল্ডার থেকে ভিডিও বা পছন্দের ফটোগুলি বার করে আনবেন কীভভাবে? কপিরাইট সমস্যা এড়াতে এই স্ট্যাটাসগুলি গ্যালারিতে স্টর হয় না।

.statuses ফোল্ডার আন হাইড করার জন্য হ্যান্ড সেট রুট বা জেলব্রেক করার প্রয়োজন নেই। ফাইল ম্যানেজারের মেনু বারে যান, এখানে আপনি সেটিংস বিকল্পটি দেখতে পাবেন। সেটিংস ক্লিক করার পরে, আপনি Unhide ফাইলের অপশান দেখতে পাবেন। এই অপশানে ক্লিক করার পরে, ফাইল ম্যানেজারে হোয়াটসঅ্যাপ ফোল্ডারে যান। এখানে আপনি মিডিয়া ফোল্ডারে যান। মিডিয়া ফোল্ডারে, আপনি .statuses নামক লুকানো ফোল্ডারটি দেখতে শুরু করবেন। সব স্ট্যাটাসের ফটো এবং ভিডিও এই ফোল্ডারে পেয়ে যাবেন।

Best Mobiles in India

English summary
Download any Whatsapp status using these easy steps.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X