Just In
৩০ এপ্রিল পর্যন্ত নাইট কার্ফু: দিল্লি সরকারের ওয়েবসাইট থেকে ই-পাস পাবেন কীভাবে?
করোনা অতিমারিতে রাশ টানতে বৃহস্পতিবার নাইট কার্ফুর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই রাজধানী দিল্লিতে শুরু হয়েছে নাট কার্ফু। ৩০ এপ্রিল পর্যন্ত রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত চলবে নাইট কার্ফু। নাইট কার্ফুর সময় শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারী ও কোভিড ১৯ ভ্যাকসিন নিতে যাওয়া ছাড়া বাইরে যাওয়া যাবে না। নাইট কার্ফুর সময় যাতায়াতের জন্য অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহকারীদের বিশেষ ই-পাসের ব্যবস্থা করেছে দিল্লি সরকার। যদিও নাইট কার্ফুর নির্দিষ্ট সময়েই এই ই-পাসের প্রয়োজন হবে। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াতের জন্য কোন পাসের প্রয়োজন হবে না।

কে কে ই-পাস পাবেন?
মুদি, সবজি ও অন্য যে কোন খাবারের দোকানের কর্মী
ব্যাঙ্ক, বিমা ও এটিএম কর্মী
প্রিন্ট ই ইলেকট্রনিক মিডিয়া কর্মী
টেলিকম, ইন্টারনেট সার্ভিস কর্মী
ই-কমার্স ডেলিভারি কর্মী
পেট্রোল পাম্প, এলপিজি পাম্প, সিএনজি পাম্প কর্মী
বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থার কর্মী
কোল্ড স্টোরেজ ও ওয়্যারহাউজিং কর্মী
ব্যক্তিগত সিকিউরিটি কর্মী
অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন শিল্পের সঙ্গে যুক্ত কর্মী
কোভিড ১৯ ভ্যাকসিন নিয়ে যাচ্ছেন এমন ব্যক্তি
ই-পাসের জন্য কী কী কাগজ প্রয়োজন?
কোম্পানির আইডি প্রুফ প্রয়োজন। এছাড়াও একটি মোবাইল নম্বর প্রয়োজন হবে।
ই-পাসের আবেদন করবেন কীভাবে?
স্টেপ ১। দিল্লি সরকারের ওয়েবসাইট https://delhi.gov.in/ ওপেন করে 'অ্যাপ্লাই ই-পাস’ সিলেক্ট করুন।
স্টেপ ২। মোবাইল নম্বর, নাম ইত্যাদি তথ্য দিন।
স্টেপ ৩। আইডি কার্ডের স্ক্যান কপি আপলোড করুন।
স্টেপ ৪। অ্যাকনলেজমেন্ট বক্সে টিক দিয়ে সাবমিট করে দিন।
স্টেপ ৫। এবার আপনাকে ই-পাস রেফারেন্স নম্বর দেওয়া হবে। এই নম্বর দিয়ে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারবেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470