Just In
নতুন ওয়ানপ্লাস ফোনে ২,০০০ টাকা ছাড় পাবেন কীভাবে?
ওয়ানপ্লাস ৭টি ফোনে রেফারাল প্রোগ্রাম শুরু করল আমাজন। এই অফারে নতুন ওয়ানপ্লাস ৭টি কেনার সময় ২,০০০ টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন গ্রাহকরা। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকরা পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করলে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড় পাবেন। এছাড়াও থাকছে ৩,০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট।

কীভাবে এই অফারের সুবিধা পাবেন? দেখে নিন।
স্টেপ ১। যে কোন বন্ধুকে ওয়ানপ্লাস কেয়ার অ্যাপ ডাউনলোড করে ডিভাইসের আইএমইআই নম্বর থেকে সাইন আপ করতে বলুন।
স্টেপ ২। এবার oneplus.in অ্যাকাউন্ট থেকে রেফারাল প্রোগ্রাম সিলেক্ট করুন। এখানে একটি রেফারাল লিঙ্ক তৈরি হবে। এই লিঙ্ক ব্যবহার করে Oneplus.in ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানে রেফারাল প্রোগ্রাম থেকে কুপন সংগ্রহ করুন।
স্টেপ ৩। এবার সরাসরি আপনার আমাজন অ্যাকাউন্টে একটি ২,০০০ টাকা ভাউচার পৌঁছে যাবে। ইমেলে এই ভাউচার পাবেন। ওয়ানপ্লাস ৭ট আর ওয়ানপ্লাস ৭টি প্রো কেনার সময় এই ভাউচার ব্যবহার করা যাবে।
স্টেপ ৪। এবার নতুন ডিভাইসে ওয়ানপ্লাস কেরায় ইন্সটল করে আইএমইআই ভেরিফাই করুন।
স্টেপ ৫। ভেরিফিকেশনের পরে বন্ধু ২০০ ওয়ানপ্লাস পয়েন্ট পেয়ে যাবেন। ৩০ দিনের মধ্যে এই পয়েন্ট রিডিম করলে ১০০০ টাকা আমাজন ভাউচার পাওয়া যাবে।
এছারাও এই অফারে এক বছরের অতিরিক্ত ওয়্যারিন্টি দিচ্ছে ওয়ানপ্লাস। ব্যাটারি রিপ্লেসমেন্ট থাকছে ৫০ শতাংশ ছাড়।
ওয়ানপ্লাস ৭টি স্পেসিফিকেশন
ডুয়াল সিম ওয়ানপ্লাস ৭টি ফোনে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমের উপরে অক্সিজেন ওএস স্কিন চলবে। এই ফোনে ৬.৫৫ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে থাকছে। ফোনের ভিতরে থাকছে একটি স্ন্যাপড্রাগন ৮৫৫+ চিপসেট, ৮জিবি র্যাম, ২৫৬জিবি স্টোরেজ। ওয়ানপ্লাস ৭টি ফোনে ৩,৮০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি থাকছে। চলদি এই ব্যাটারি চার্জ করতে ফাস্ট চার্জ সাপোর্ট থাকছে।
ওয়ানপ্লাস ৭টি ফোনের ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি অক্টিকাল জুম সহ টেলিফটো ক্যামেরা। থাকছে বিশেষ নাইট মোড। সেলফি তোলার জন্য এই ফোনে একটি ১৬ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470