আপনার অ্যানড্রয়েডে কিভাবে ইনস্টল করবেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম

|

কয়েক বছর আগে মাইক্রোসফটের সাথে গাঁটছড়া বেঁধে Xiaomi Mi4 -এর উইন্ডোজ ফোন বার করেছিল কোম্পানি। সেই সময় শুধুই চীনে পাওয়া যাচ্ছিলো এই ফোন। কিন্তু আপনার অ্যানড্রয়েড ফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করবেন কিভাবে জেনে নিন এই প্রতিবেদনে।

প্রয়জনীয় জিনিসের তালিকা

১। একটি অ্যানড্রয়েড ফোন বা ট্যাবলেট

২। একটি কম্পিউটার।

৩। চেঞ্জ মাই সফটোয়ার (ডাউনলোড করুন http://ow.ly/xTBl309o8fd)

৪। Mcent ফ্রি রিচার্জিং অ্যাপ ফর কম্পিউটার।

৫। Xender ফাইল শেয়ারিং অ্যাপ ফর কম্পিউটার।

এবার দেখে নিন কিভাবে ইনস্টল করবেন

স্টেপ ১। নিজের অ্যানড্রয়েড ডিভাইসে Settings -> Developer options -> USB debugging অন করুন। আপনি যদি Developer options খুঁজে না পান তবে 'About Phone'-এ গিয়ে 'Build Number' -এর উপর পরপর সাতবার ট্যাপ করুন।

স্টেপ ২। এবার উপরের লিঙ্ক থেকে 'Change my Software' ডাউনলোড করুন।

স্টেপ ৩।
এবার নিজের ফোন বা ট্যাবলেটটি USB Cable দিয়ে কানেক্ট করে 'Change my Software'-টি লঞ্চ করুন।

স্টেপ ৪। এবার Android -> Windows (8/8.1/7/XP) সিলেক্ট করে নিজের ফোনে উইন্ডোজ ইনস্টল করুন।

স্টেপ ৫। এবার কন্টিনিউতে ক্লিক করুন।

স্টেপ ৬। এবার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করঅলে নিজে থেকে উইন্ডোজ ড্রাইভার ডাউনলোড শুরু হবে। শেষ হয়ে গেলে ইনস্টলে ক্লিক করুন।

স্টেপ ৭। এরপর আপনার কাছে একটি 'Remove Android'-এর অপশান আসবে। আপনি যদি ডুয়াল বুট রাখতে চান তবে এই অপশানটি ইগনোর করুন।

স্টেপ ৮।
এবার অপেক্ষা করুন। সব শেষ হয়ে গেলে আপনার ডিভাইস নিজের থেকে রিবুট হয়ে যাবে।

আপনি যদি আপনার ফোন পুরোনো অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে চান তবে “Restore to original condition”-এ ক্লিক করুন।

নতুন কি ফিচার থাকবে নতুন Samsung Galaxy S9 আর Galaxy S9+ এনতুন কি ফিচার থাকবে নতুন Samsung Galaxy S9 আর Galaxy S9+ এ

Best Mobiles in India

Read more about:
English summary
A couple of years back, Microsoft collaborated with Xiaomi and launched the Windows version of the Xiaomi Mi 4 smartphone. Check out here on how to Install Windows OS on Android Phone

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X