Just In
- 3 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
অনলাইনে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা সম্ভব?
আজকাল প্রায় সব কাজেই আধার বাধ্যতামূলক হয়েছে। ১২ ডিজিটের এই নম্বর ব্যবহার ক্রে সরকারের প্রায় সব প্রকল্পের সুবিধা নেওয়া যায়। এছাড়াও ব্যাঙ্কিং, আয়কর জমা দেওয়া ও অন্যান্য কাজেও ব্যবহার হয় আধার।
আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা থাকলে খুব সহজেই অনেক কাজ শেষ করা সম্ভব।, অনলাইন ও অফলাইনে নিজের আধারের সঙ্গে মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। ওটিপি-র মাধ্যমে আধারের সঙ্গে মোবাইল নম্বর রি-ভেরিফাই করা সম্ভব। যদিও এখনও আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক না করে থাকলে নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই কাজ করতে পারবেন।
১। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করবেন কীভাবে?
ওটিপি ব্যবহার করে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন:
১। নিজের মোবাইল থেকে ১৪৫৪৬ নম্বর ডায়াল করুন।
২। এবার আপনি ভারতীয় না প্রবাসী তা সিলেক্ট করুন।
৩। এবার ১ প্রেস করে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করার অনুমতি দিন।
৪। এর পরে ১২ ডিজিটের আধার নম্বর ডায়াল করে ১ প্রেস করুন।
২। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে কি না যাচাই করবেন কীভাবে?
UIDAI অফিশিয়াল ওয়েবসাইট (https://uidai.gov.in) ভিজিট করুন। এখানে ভেরিফাই ইমেল/মোবাইল নম্বর সিলেক্ট করুন। এখানে নিজের আধারের সঙ্গে ইমেল ও মোবাইল নম্বর লিঙ্ক হয়েছে কি না যাচাই করতে পারবেন।
৩। একই মোবাইল নম্বর দুটি আধার কার্ডে লিঙ্ক করা সম্ভব?
হ্যাঁ, একই মোবাইল নম্বর একাধিক নম্বরের সঙ্গে লিঙ্ক করা সম্ভব।
৪। আধারের সঙ্গে মোবাইল নম্বর আপডেট হতে কত সময় লাগে?
সাধারণত আধারের সঙ্গে মোবাইল আপডেট করলে আপডেট হতে ৯০ দিন পর্যন্ত সময় লাগে। প্রথমবার লিঙ্ক করইতে নিকটবর্তী আধার কেন্দ্রে যেতে হবে। পরের বার থেকে অনলাইনে নম্বর আপডেট করা যাবে।
৫। আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বর বদল করবেন কীভাবে?
নিকটবর্তী আধার কেন্দ্র থেকে এই কাজ করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190