Just In
হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে?
বিশ্বের এক নম্বর মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এই মেসেজিং অ্যাপে চ্যাট করা ছাড়াও ভিডিও ও ভয়েস কলের সুবিধা রয়েছে। রোজকার কাজে ব্যাক্তিগত ও গ্রুপ চ্যাট ছাড়াও হোয়াটসঅ্যাপে ভয়েস ও ভিডিও কল করি আমরা। সাধারন কল রেকর্ড করা গেলেও হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার উপায় জানেন না অনেকেই। তাই কোন কারনে সেই কল রেকর্ড করে রাখার প্রয়োজন পরলেও তা হয়ে ওঠে না।

তবে অ্যানড্রয়েড ডিভাইসে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার একটি উপায় রয়েছে। এই উপায় সম্পূর্ণ ভরসাযোগ্য না হলেও চেষ্টা করে দেখতে পারেন। তবে কল রেকর্ড করার আগে সব সময় অপর প্রান্তের মানুষটিকে জানিয়ে নেওয়া প্রয়োজন। অপর প্রান্তের মানুষটিকে না জানিয়ে ফোল কল রেকর্ড করা আইনত দন্ডনীয়।
অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ডের পদ্ধতি
১। Cube Call Recorder অ্যাপ ইন্সটল করুন।
২। প্লে স্টোর থেকে ডাউনলোডের পরে সব পার্মিশান গ্রান্ট করে দিন।
৩। এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে কল করলে স্ক্রিনে একটি উইজেট দেখতে পাবেন। সেখানে রেকর্ড বাটনে ট্যাপ করুন। এর পরে আপনার হোয়াটসঅ্যাপ কল রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে।
৩। এরপর Cube Call Recorder অ্যাপের রেকর্ডিং বিভাগে গিয়ে সব রেকর্ড করা কল শুনতে পারবেন।
হোয়াটসঅ্যাপ কল ছেড়াও এই অ্যাপ থেকে সেলুলার কল রেকর্ড করা যাবে। প্রায় সব অ্যানড্রয়েড ডিভাইসেই এই অ্যাপ কাজ করবে।
মাথায় রাখবেন যে কোন ধরনের কল রেকর্ডিং মানুষের ব্যক্তিগত সুরক্ষা আইনের বিরুদ্ধে। তাই কল রেকর্ড করার আগে ফোনের অপর প্রান্তের মানুষটিকে কল রেকর্ডিং করার তথ্য জানানো বাধ্যতামুলক। সেই কারনেই অ্যাপ এর মধ্যে কল রেকর্ড করার অপশন রাখেনি হোয়াটসঅ্যাপ। অ্যানড্রয়েড ফোনে থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করা গেলেও ১০০ শতাংশ সময় তা কাজ করে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470