Just In
- 12 hrs ago
প্রজাতন্ত্র দিবসে ধামাকা সেল নিয়ে এল ফ্লিপকার্ট, স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
- 3 days ago
২০২১ সালে ভারতের টেলিকম জগতে কী কী পরিবর্তন আসতে পারে?
- 5 days ago
সিগন্যালে পাবেন না হোয়াটসঅ্যাপের এই ৯টি ফিচার
- 6 days ago
হোয়াটসঅ্যাপ ছেড়ে সিগন্যাল ব্যবহার শুরু করছেন? এই পাঁচটা জিনিস না জানলেই নয়
Don't Miss
জিও কলার টিউন: নিজের নম্বরে জিও-টিউন সেট করবেন কীভাবে?
যে কোন নম্বরে বিনামূল্যে কলার টিউন ওরফে জিও-টিউন সেট করা যায়। জিও নম্বরে চার লক্ষের বেশি গানের মধ্যে যে কোন একটি পছন্দ করে জিও-টিউন সেট করা যাবে। এই সব গান সম্পূর্ণ বিনামূল্যে নিজের নম্বরে জিও-টিউন হিসাবে সেট করা যাবে। নিয়মিত গান বদল করলেও আলাদা মাশুল দিতে হবে না। এক নজরে দেখে নিন বিনামূল্যে জিও-টিউন সেট করবেন কীভাবে?
মাইজিও অ্যাপ থেকে জিও-টিউন সেট করবেন কীভাবে?
মাইজিও অ্যাপ থেকে যে কোন জিও নম্বরে জিও-টিউন সেট করা সম্ভব। যে কোন অ্যানড্রয়েড অথবা আইওএস ডিভাইসে মাই জিও অ্যাপ ডাউনলোড করা সম্ভব। নিজের জিও নম্বর থেকে মাই জিও নম্বরে লগ ইন করে সম্পূর্ণ বিনামূল্যে জিও-টিউন সেট করা যাবে।
স্টেপ ১। মাই জিও অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। নিজের নম্বর থেকে লগ ইন করুন।
স্টেপ ৩। এবার বাঁ দিকে উপরে মেনুতে ট্যাপ করে জিও-টিউন অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে আপনি গান সার্চ করার অপশন দেখতে পাবেন।
স্টেপ ৫। নিজের পছন্দের গান সার্চ করে জিও-টিউন সেট করা যাবে।
জিওসাভন অ্যাপ থেকে জিও-টিউন সেট করবেন কীভাবে?
মাই জিও অ্যাপ ছারাও জিও সাভন অ্যাপ থেকে জিও-টিউন সেট করা যাবে। মাই জিও অ্যাপের মতোই অ্যানড্রয়েড ও আইওএস ডিভাইস থেকে জিওসাভন ব্যবহার করা যাবে। জিওসাভন অ্যাপ থেকে কীভাবে জিও-টিউন সেট করবেন? দেখে নিন।
স্টেপ ১। নিজের পছন্দের গান জিওসাভন অ্যাপ থেকে ওপেন করুন।
স্টেপ ২। এবার 'সেট জিও-টিউন’ সিলেক্ট করুন।
স্টেপ ৩। আবার 'সেট জিও-টিউন’ বাটন সিলেক্ট করুন।
এসএমএসের মাধ্যমে জিও-টিউন সেট করবেন কীভাবে?
এছাড়াও এসএমএসের মাধ্যমে যে কোন জিও নম্বরে জিও-টিউন সেট করা সম্ভব।
স্টেপ ১। 'JT’ লিখে ৫৬৭৮৯ নম্বরে এসএমএস করুন।
স্টেপ ২। এর পরে সিনেমা, শিল্পী অথবা অ্যালবামের নাম লিখে রিপ্লাই করুন।
স্টেপ ৩। নিজের পছন্দের গান খুঁজে পেলে তা জিও-টিউন হিসাবে সেট করুন।
স্টেপ ৪। জিও-টিউন শুরু হলে মোবাইল নম্বরে একটি এসএমএস পৌঁছে যাবে।
এছাড়াও অন্য নম্বরে ফোন করার সময় কোন গান পছন্দ হলে '*’ প্রেস করে কলার টিউন কপি করা যাবে। এর পরে আপনার সম্মতিয় জন্য একটি এসএমএস আসবে। সেই এসএমএসে 'Y’ রিপ্লাই করলে সেই গান জিও-টিউন হিসাবে সেট হয়ে যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190