Just In
স্মার্টফোন লক স্ক্রিনে আপৎকালীন তথ্য যোগ করবেন কীভাবে?
আজকাল সব সময়স স্মার্টফোন সাথে নিয়ে ঘুরি আমরা। তাই আপদে বিপদে সহায় এই স্মার্টফোন। অনেকেই ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য আজকাল স্মার্টফোনে বেশি তথ্য রাখেন না। তবে অনেক সময় কিছু তথ্য স্মার্টফোনে থাকলে আপনার জীবন বেঁচে যেতে পারে। এর মধ্যেই অন্যতম আপৎকালীন কনট্যাক্ট। বিপদের সময় ফোনের লক স্ক্রিনে এই তথ্য থাকলে আপনার জীবন বেঁচে যেতে পারে।

সব স্মার্টফোন গ্রাহকের লক স্ক্রিনেই কিছু সুরক্ষা ব্যবস্থা থাকে। লক স্ক্রিনে রক্তের গ্রুপ পরিবারের অন্য সদস্যদের ফোন নম্বর বিপদের সময়ে কার্যকরী হতে পারে।
১। অ্যানড্রয়েড ফোনে লক স্ক্রিনে আপৎকালীন কনট্যাক্ট সেট করবেন কীভাবে?
প্রথম পদ্ধতিতে অ্যানড্রয়েদ লক স্ক্রিনে আপৎকালীন কনট্যাক্ট যোগ করা দেখে নেব।
স্টেপ ১। অ্যাপ ড্রয়ার থেকে সেটিংস ওপেন করুন।
স্টেপ ২। এবার সেটিংস থেকে ইমার্জেন্সি ইনফর্মেশন সিলেক্ট করুন।
স্টেপ ৩। অ্যানড্রয়েডের ভার্সানের উপরে নির্ভর করে এই সেটিংস বিভিন্ন জায়গায় থাকতে পারে।
স্টেপ ৪। এখানে এডিট সিলেক্ট করে নিজের মেডিকাল তথ্য দিয়ে দিন। এখানে আপৎকালীন কনট্যাক্ট দেওয়ার অপশন থাকবে। এছাড়াও আপৎকালীন টেস্কট মেসেজ লিখে রাখা যাবে।
স্টেপ ৫। নাম, ঠিকানা, রক্তের গ্রুপ, অ্যালার্জি, যা অষুধ খান, ইত্যাদি তথ্য জানানো যাবে।
স্টেপ ৬। এবার যে কেউ লক স্ক্রিন থেকে ফোন আনলক না করেই এই সব তথ্য জেনে নিতে পারবেন। বিপদের সময় যা আপনার জীবন বাঁচাতে পারবে।
২। অ্যানড্রয়েড ফোনে আপৎকালীন কনট্যাক্ট যোগ করার দ্বিতীয় উপায়
এখানে লক স্ক্রিন মসেজের মাধ্যমে বিভিন্ন তথ্য জানানো যাবে।
স্টেপ ১। সেটিংস অ্যাপ ওপেন করুন।
স্টেপ ২। লকস্ক্রিন প্রেফারেন্স সিলেক্ট করুন।
স্টেপ ৩। এখানে লক স্ক্রিন মেসেজ সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে নিজের প্রিয়জনের নাম ও নিজের ব্লাড গ্রুপ এর মতো জরুরি তথ্য লিখে রাখতে পারবেন।
স্টেপ ৫। হয়ে গেলে সেভ করে দিন।
৩। আইফোনে আপৎকালীন কনট্যাক্ট যোগ করা
স্টেপ ১। আইফোনে হেলথ অ্যাপ ওপেন করে “মেডিক্যাল আইডি” ট্যাব সিলেক্ট করুন।
স্টেপ ২। এবার “এডিট” সিলেক্ট করে “শো হোয়েন লকড” অপশন অন করে রাখুন।
স্টেপ ৩। এখানে আপনার বিভিন্ন তথ্য দিয়ে দিন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470