Just In
এসএমএসের মাধ্যমে অ্যানড্রয়েড ফোন থেকে লোকেশন শেয়ার করবেন কীভাবে?
ইন্টারনেট আজকাল আমাদের জীবনে ২৪ ঘণ্টার সঙ্গী। তবে অনেক সময় আমরা এমন জায়গায় পৌঁছে যাই যেখানে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যায় না। ধরুন পাহাড়ে ঘুরতে গিয়ে বন্ধু বা পরিজনের সঙ্গে নিজের লোকেশন শেয়ার করবেন। কিন্তু পকেট থেকে ফোন বার করে দেখলেন ২জি নেটওয়ার্কে ইন্টারনেটের সাথে যোগাযোগ স্থাপনের লড়াই করে চলেছে আপনার স্মার্টফোন। তখন কী করবেন? ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াও অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে লোকেশন শেয়ার করার উপায় দেখে নিন।

সম্প্রতি অ্যানড্রয়েড মেসেজিং এ যোগ হয়েছে রিচ কমিউনিকেশন সার্ভিস। এর ফলে এসএমএস ব্যবহার করেই বিভিন্ন মাল্টিমিডিয়া কনটেন্ট সেন্ড করা যাচ্ছে। নতুন এই পদ্ধতি ব্যবহার করেই এসএমএসের মাধ্যমে লোকেশন শেয়ার করা যাবে। ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াই এসএমএএর মাধ্যমে পাঠিয়ে দেওয়া যাবে নিজের লোকেশন।
কীভাবে এই কাজ করবেন? দেখে নিন।
স্টেপ ১। গুগল প্লে স্টোর থেকে অ্যানড্রয়েড মেসেজ অ্যাপ ডাউনলোড করুন।
স্টেপ ২। অ্যানড্রয়েড মেসেজ অ্যাপ ওপেন করে সব পার্মিশন দিয়ে দিন। এটাকে স্মার্টফোনের ডিফল্ট মেসেজ অ্যাপ করে দিন।
স্টেপ ৩। এবার 'স্টার্ট চ্যাট’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার যে ব্যক্তিকে এসএমএসের মাধ্যমে লোকেশন পাঠাতে চান সেই ব্যক্তির কন্টাক্ট সিলেক্ট করুন। নম্বর সেভ না থাকলে ফোন নম্বরটি লিখুন।
স্টেপ ৫। এবার চ্যাট উইন্ডোতে '+’ বাটন সিলেক্ট করুন।
স্টেপ ৬। এবার নীচে ম্যাপ সিলেক্ট করুন।
স্টেপ ৭। পরের উইন্ডোতে 'সেন্ড দিস লোকেশন’ সিলেক্ট করে নিন।
উপরের উপারে যে কোন অ্যানড্রয়েড স্মার্টফোন থেকে কোন ইন্টারনেট কানেক্টিভিটি ছাড়াই শুধুমাত্র এসএমএসের মাধ্যমে গোটা বিশ্বের যে কোন নম্বরে নিজের লোকেশন পাঠিয়ে দিতে পারবেন। লোকেশন পাঠাতে হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোন মেসেজিং অ্যাপের প্রয়োজন হবে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470