Just In
Don't Miss
এখন ট্রেনের টিকিট কেটে টাকা দেবেন পরে! কীভাবে?
ট্রেনের টিকিট বুক করার সময় 'পে লেটার’ ফিচার নিয়ে এল আইআরসিটিসি। এর ফলে গ্রাহকরা টিকিট কাটার পরে পেমেন্ট করতে পারবেন। এই ফিচার ব্যবহার করে ১৪ দিনের মধ্যে পেমেন্ট করলে অতিরিক্ত সুদ দিতে হবে না। ১৪ দিন পর থেকে টিকিটের মোট দামের উপরে ৩.৫ শতাংশ হারে সুদ দিতে হবে।
কীভাবে আইআরসিটিসি থেকে ট্রেন টিকিট বুক করার সময় 'পে লেটার’ ফিচার ব্যবহার করবেন? দেখে নিন।
স্টেপ ১। আইআরসিটিসি ওয়েবসাইট ওপেন করে লগ ইন করুন।
স্টেপ ২। এবার যে ট্রেন সিলেক্ট করে যাত্রীর নাম দিয়ে দিন। এর পরে পেমেন্ট বিভাবে চলে যাব।
স্টেপ ৩। এখানে 'পে লেটার’ অপশন দেখতে পাবেন। এই অপশন সিলেক্ট করে টিকিট বুক করুন।
আইআরসিটিসি পোর্টালে লগ ইন করে যে দিন যাত্রা করতে চান সেই দিন সিলেক্ট করতে হবে। এর পরে যে স্টেশন থেকে যাত্রা শুরু ও শেষ করবেন এই দুই স্টেশন সিলেক্ট করতে হবে। এর পরে একাধিক ট্রেনের তালিকা চলে আসবে। নির্দিষ্ট ট্রেন ও ক্লাস সিলেক্ট করার পরে যাত্রীদের নাম দিতে হবে।
এর পরে পেমেন্ট পেজে পৌঁছলে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেটব্যাঙ্কিংয়ের মতো অপশনগুলি সাথেই 'পে লেটার’ অপশন দেখতে পাবেন। এর পরে 'মেক পেমেন্ট’ অপশন সিলেক্ট করুন।
মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করা থাকলে নির্দিষ্ট মোবাইলে ওটিপি পৌঁছবে। এই ওটিপি দিলেই টিকিট বুক হবে ও ওয়েবপেজ আবার আইআরসিটিসি ওয়েবসাইটে রিডিরেক্ট করবে। সব শেষে বুকিং এর তথ্য বিস্তারে দেখে নেওয়া যাবে।
'পে লেটার’ পেমেন্ট ফিচার ব্যবহার করে ১৪ দিনের মধ্যে পেমেন্ট করলে অতিরিক্ত সুদ দিতে হবে না। ১৪ দিন পর থেকে টিকিটের মোট দামের উপরে ৩.৫ শতাংশ হারে সুদ দিতে হবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190