Just In
Don't Miss
সম্পূর্ণ বিনামূল্যে Oppo F9 Pro কিনবেন কীভাবে?
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে Oppo F9 Pro। এই ফোনের দাম ২৩,৯৯০ টাকা। শুধুমাত্র অ্যামাজন থেকে কেনা যাবে Oppo F9 Pro। ফোনের অন্যতম প্রধান আকর্ষণ ওয়াটার ড্রপ নচ। সম্প্রতি এক অফারে সম্পূর্ণ বিনামূল্যে কেনা যাবে এই ফোন। দেখে নেওয়া যাক কীভাবে?
“বিগ গেম বিগ ক্যাশব্যাক” নামে একটি অফার চলছে অ্যামাজনে। এই অফারে কিছু গ্রাহক কেনাকাটার ১০০ শতাংশ ক্যাশব্যাক পাবেন। কত গ্রাহক এই ফোন বিয়ান্মূল্যে পাবেন সেই কারনেই ভোটের আয়োজন Oppo।
এই ভভোটে ভভারতীয় দলের সেরা ম্যাচ ভোট করে জানাতে হবে। যে ম্যাচ সর্বওচ্চ ভোট পাবে সেই ম্যাচে আরত যত রান করবে সেই পরিমান Oppo F9 Pro বিনামূল্যে দেওয়া হবে।
এই অফারে অংশ নিতে ১৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বরের মধ্যে Oppo F9 Pro কিনতে হবে। তবে অফলাইন দোকান থেকে ফোন কিনলে এই অফারে অংশ নেওয়া যাবে না।
HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের দিয়ে EMI এর মাধ্যমে Oppo F9 Pro৫ শপ্তাংশ ছাড় পাওয়া যাবে। এছাড়াও এক্সচেঞ্জে পাওয়া যাবে ৩০০০ টাকা পর্যন্ত ছাড়।
Oppo F9 Pro ফোনে বেজেল লেস ৬.৩ ইঞ্চি FHD+ ডিসপ্লে থাকবে। ফোনের ডিসপ্লের উপরে কালো নচ দেখা যাবে। Oppo F9 Pro ফোনের ভিতরে থাকবে MediaTek Helio P60 চিপসেট, Mali G72 GPU। Oppo F9 Pro তে থাকবে 6GB RAM আর 64GB স্টোরেজ। ফোনের Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরেই কোম্পানির নিজস্ব ColorOS 5.2 অপারেটিং সিস্টেম থাকবে।
ছবি তোলার জন্য Oppo F9 Pro ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে এই ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার আর ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সার থাকবে। এর সাথেই থাকবে একটি ২৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনের ভিতরে থাকবে 3,500 mAh ব্যাটারি। Oppo F9 Pro মডেলে কোম্পানির নিজস্ব VOOC চার্জিং থাকবে। কোম্পানি জানিয়েছে মাত্র ৫ মিনিট চার্জ করে Oppo F9 Pro ফোনে ২ ঘন্টা কথা বলা যাবে।
কানেক্টিভিটির জন্য Oppo F9 Pro তে থাকবে 4G VoLTE, USB Type-C, GPS, Bluetooth, Wi-Fi আর OTG। Oppo F9 Pro ফোনে একসাথে দুটি সিম কার্ড ও একটি microSD কার্ড ব্যবহার করা যাবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190