Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
মুশকিল আসান! এসএমএস পাঠিয়ে ভোডাফোন আইডিয়া রিচার্জ করবেন কীভাবে?
লকডাউনের সময় গ্রাহকের অসুবিধার কথা মাথায় রেখে ইতিমধ্যেই গ্রাহকদের ৬০০ কোটি টাকার সুবিধা দিয়েছে টেলিকম কোম্পানিগুলি। লকডাউনের পর থেকে পাড়ার দোকান বন্ধ থাকার কারণে অনেকে অনলাইন রিচার্জ শুরু করেছেন। যদিও ২জি ফিচার ফোন গ্রাহকদের রিচার্জ করতে সমস্যায় পড়তে হচ্ছে। সম্প্রতি এটিএম থেকে রিচার্জের সুবিধা নিয়ে হাজির হয়েছিল ভোডাফোন আইডিয়া। এবার এসএমএস অথবা মিসড কলের মাধ্যমে দ্রুত রিচার্জের সুবিধা নিয়ে হাজির হল কোম্পানিটি। এর ফলে ২জি ফিচার ফোন গ্রাহকরা উপকৃত হবেন।
এসএমএস এর মাধ্যমে ভোডাফোন আইডিয়া রিচার্জ করবেন কীভাবে?
শুরুতেই জানিয়ে রাখী এসবিআই, আইসিআইসিআই, অ্যাক্সিস, কোটাক ও ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক গ্রাহকরা এসএমএসের মাধ্যমে ভোডাফোন আইডিয়া রিচার্জ করতে পারবেন। এটিএম থেকে রিচার্জে নয়টি ব্যাঙ্কের সঙ্গে হাত মেলালেও পাঁচটি ব্যাঙ্কের গ্রাহক এসএমএসের মাধ্যমে রিচার্জ করতে পারবেন।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ৯২২৩৪৪০০০০ নম্বরে এসএমএস পাঠাতে হবে
এসএমএস ফর্ম্যাট: Stopup<স্পেস>Userid<স্পেস>MPIN<স্পেস>VODAFONE/IDEA<স্পেস>১০ ডিজিট মোবাইল নম্বর<স্পেস>অ্যামাউন্ট
আইসিআইসিআই ব্যাঙ্ক গ্রাহকদের ৯২২২২০৮৮৮৮ নম্বরে এসএমএস পাঠাতে হবে
এসএমএস ফর্ম্যাট: MTOPUP<স্পেস>IDEA/VODAFONE<স্পেস>১০ ডিজিট মোবাইল নম্বর<স্পেস>অ্যামাউন্ট<স্পেস>ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছটা সংখ্যা।
অ্যাক্সিস ব্যাঙ্ক গ্রাহকদের ৯৭১৭০০০০০২/৫৬৭৬৭৮২ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: MOBILE<স্পেস>১০ ডিজিট মোবাইল নম্বর<স্পেস>Idea/Vodafone<স্পেস>অ্যামাউন্ট<স্পেস> ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ ছটা সংখ্যা।
কোটাক ব্যাঙ্ক গ্রাহকদের ৯৯৭১০৫৬৭৬৭ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: REC<স্পেস>১০ ডিজিট মোবাইল নম্বর<স্পেস> VODAFONE/IDEA<স্পেস>অ্যামাউন্ট<স্পেস> ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ চারটি সংখ্যা।
ইন্ডাসল্যান্ড ব্যাঙ্ক গ্রাহকদের ৯২১২২৯৯৯৫৫ নম্বরে এসএমএস করতে হবে
এসএমএস ফর্ম্যাট: MOB<স্পেস>১০ ডিজিটের মোবাইল নম্বর<স্পেস> VODAFONE/IDEA<স্পেস>অ্যামাউন্ট<স্পেস>ডেবিট কার্ডের শেষ চারটি নম্বর।
এসএমএস ও মিসড কলের মাধ্যমে ভোডাফোন আইডিয়া নম্বর রিচার্জ করবেন কীভাবে?
এসএমএস ও মিসড কলের মাধ্যমে দ্রুত রিচার্জ করা যাবে। এইচডিএফসি ব্যাঙ্ক গ্রাহকদের ৭৩০৮০৮০৮০৮ নম্বরে এসএমএস করে রিচার্জ করতে হবে।
স্টেপ ১। ACT<স্পেস> VODAFONE/IDEA<স্পেস>ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ পাঁচটা সংখ্যা
স্টেপ ২। FAV<স্পেস>98XXXXXXXX<স্পেস>অ্যামাউন্ট
স্পেস ৩। ৭৩০৮০৮০৮০৮ নম্বরে মিসড কল দিন।
ইতিমধ্যেই গোটা দেশের সব সার্কেলের গ্রাহকদের জন্য এই সুবিধা নিয়ে এসেছে ভোডাফোন আইডিয়া। এছাড়াও আইডিয়া রিচার্জ আউটলেট থেকে ভোডাফোন গ্রাহকরা ও ভোডাফোন রিচার্জ আউটলেট থেকে আইডিয়া গ্রাহকরা রিচার্জ করতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190