Just In
ট্রাফিক ফাইন: অনলাইনে চালান পেমেন্ট করবেন কীভাবে?
সম্প্রতি নতুন মোটর ভেইকেলস আইন নিয়ে এসেছে কেন্দ্র। নতুন আইনে ট্রাফিক আইন লঙ্ঘন করলে বিশাল জরিমানার সম্মুখীন হতে হচ্ছে। ২০১৯ সালের নতুন ট্রাফিক আইনের ফলে বিশাল জরিমানার ভয়ে মানুষ রাস্তায় গাড়ি চানালোর সময় আগের থেকে সবধান হচ্ছেন। এর ফলেই দেশে পথ দুর্ঘটনা কমার সম্ভাবনা দেখছেন আনেকে। গটা দেশের রাস্তায় সম্প্রতি ক্যামেরা বসানোর কাজ চলছে। এর ফলে ট্রাফিক আইন লঙ্ঘন করলে সেই সব ক্যামেরায় দেখা যাবে।

যে কোন ক্যামেরায় ট্রাফিক আইন লঙ্ঘন ধরা পরলে সেই গাড়ির জন্য একটি চালান তৈরী হয়। এছাড়াও ট্রাফিক পুলিশ অফিসাররা চাইলে রাস্তায় যে কোন গাড়ি আইন ভাঙলে ই-চালান করতে পারেন। অনলাইনে ই-চালান কীভাবে দেখে নেবেন? কীভাবে অনলাইনে পেমেন্ট করবেন? দেখে নিন।
অনলাইনে ই চালান পেমেন্ট করবেন কীভাবে?
স্টেপ ১। https://echallan.parivahan.gov.in ওয়েবসাইটে লগ ইন করুন। সেখানে 'চেক চালান স্টেটাস’ সিলেক্ট করুন।
স্টেপ ২। লাইসেন্স নম্বর, ভেইকেল নম্বর অথবা চালান নম্বর ব্যবহার করে নিজের চালান অনলাইনে খুঁজে পাওয়া যাবে। এই নম্বর দেওয়ার পরে ক্যাপচা দিতে হবে।
স্টেপ ৩। উপরে জানানো তিনটি নম্বরের একটি দেওয়ার পরে চালানের বিস্তারিত বিবরন স্ক্রিনে দেখতে পাবেন। একই লাইসেন্স অথবা ভেইকেল নম্বরে একাধিক চালান থাকতে পারে। এর ফলে সব তথ্য দিয়ে সার্চ করা প্রয়োজন।
স্টেপ ৪। চানাল সিলেক্ট করার পরে 'পে নাও’ অপশন সিলেক্ট করুন। এবার অনলাইনে ট্রানজাকশন শুড়ু হওয়ার আগে মোবাইল নম্বরে ওটিপি আসবে। এবার আপনার রাজ্যের ই চালান ওয়েবসাইটে পাঠিয়ে দেওয়া হবে।
স্টেপ ৫। এর পরে কনফারমেনশন পেজ দেখতে পাবেন। এর পরে নেট পেমেন্ট অপশন সিলেক্ট করে নির্দিষ্ট পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করুন। নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড সহ বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে অনলাইনে ই চালান পেমেন্ট করা যাবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470