Just In
হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করবেন কীভাবে?
যোগাযোগের জন্য এখন দূরভাষের ব্যবহার কমে ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে একের পর এক মেসেজিং অ্যাপ। ভারত তথা বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং অ্যাপগুলির মধ্যে অন্যতম হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার। পরিচিত প্রায় সকলেই এই দুই অ্যাপের অন্তত একটি ব্যবহার করেন। মেটার এই দুই মেসেজিং অ্যাপ প্রতিদিন কয়েকশো কোটি গ্রাহক ব্যবহার করে থাকেন। একই কোম্পানির তৈরি হওয়ার কারণে এই দুই মেসেজিং প্ল্যাটফর্মে একাধিক ফিচারে সামঞ্জস্য রয়েছে। এর মধ্যে অন্যতম ফিচার চ্যাট মিউটি করার সুবিধা।

কোন চ্যাট বারবার প্রয়োজনীয় মেসেজ পাঠাতে থাকলে আপনি নির্দিষ্ট সেই চ্যাটের নোটিফিকেশন বন্ধ করে দিতে পারবেন। মিউট ফিচার ব্যবহার করে এই কাজ করা সম্ভব। হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জার উভয় অ্যাপেই চ্যাট মিউট করার সুবিধা রয়েছে।
হোয়াটসঅ্যাপে কোন চ্যাট মিউট করবেন কীভাবে?
স্টেপ ১। স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ওপেন করুন
স্টেপ ২। যে চ্যাট মিউট করতে চান সেই চ্যাটের উপরে ট্যাপ করে হোল্ড করুন।
স্টেপ ৩। এবার মিউট অপশন সিলেক্ট করুন।
স্টেপ ৪। এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ৮ ঘণ্টা, ১ সপ্তাহ অথবা চিরতরের জন্য কোন চ্যাট মিউট করার সুযোগ দেইয় হোয়াটসঅ্যাপ।
ফেসবুক মেসেঞ্জারে চ্যাট মিউট করার উপায়
স্টেপ ১। স্মার্টফোনে ফেসবুক মেসেঞ্জার ওপেন করুন।
স্টেপ ২। এবার যে চ্যাট মিউট করতে চান সেটা ট্যাপ করে হোল্ড করুন।
স্টেপ ৩। এবার মিউট অপশন সিলেক্ট করে নিন।
স্টেপ ৪। এবার যে সময়ের জন্য চ্যাট মিউট রাখতে চান তা সিলেক্ট করে নিন। ১৫ মিনিট, ১ ঘণ্টা, ৮ ঘণ্টা, ২৪ ঘণ্টা ও যতক্ষণ তা পর্যন্ত আপনি পরিবর্তন করছেন তত সময়ের জন্য কোন চ্যাট মিউট করার সুযোগ দেয় ফেসবুক মেসেঞ্জার।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190