Just In
হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিন স্লট বুক করবেন কীভাবে?
এতদিন হোয়াটসঅ্যাপে চ্যাটবট ব্যবহার করে সহজেই ভ্যাকসিন সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছিল। এবার কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের হোয়াটসঅ্যাপ চ্যাট বট ব্যবহার করে কোভিড ভ্যাকসিন স্লট ডাউনলোড করা যাবে। সম্প্রতি মাইগভ করোনা হেল্পডেস্কের পক্ষ থেকে এই ফিচার নিয়ে হাজির হয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

এই ফিচার ব্যবহার করে এবার থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই সরাসরি ভ্যাকসিন স্লট বুক করতে পারবেন দেশের নাগরিকরা। এই জন্য কোউইনে লগ ইন করার প্রয়োজন হবে না। যদিও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোভিড ভ্যাকসিন স্লট বুক করার জন্য কোউইনে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। যে নম্বর থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন একই নম্বরের মাধ্যমেই কোউইনে অ্যাকাউন্ট থাকলে এই ফিচার ব্যবহার করা যাবে।
কী কী প্রয়োজন?
- একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট
- অ্যাকটিভ ইন্টারনেট কানেকশন
- হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভ্যাকসিন স্লট বুক করার উপায়
- প্রথমে মাইগভ করোনা হেল্পডেস্কের নম্বর ৯০১৩১৫১৫১৫ নিজের ফোনে সেভ করুন।
- এবার হোয়াটসঅ্যাপ ওপেন করে নিউ মেসেজ আইকন সিলেক্ট করুন।
- এবার মাইগভ করোনা হেল্পডেস্ক সার্চ করে তা সিলেক্ট করে "বুক স্লট” লিখে পাঠিয়ে দিন।
- এবার আপনার ফোনে ৬ ডিজিটের ওটিপি আসবে। এই ওটিপি মেসেজ বক্সে টাইপ করে পাঠিয়ে দিন।
- আপনার নম্বর থেকে একাধিক বেনিফিশিয়ারি রেজিস্টার্ড থাকলে নির্দিষ্ট বেনিফিশিয়ারি সিলেক্ট করুন।
- এর পরে পছন্দ মতো দিন, সময় ও স্থান সিলেক্ট করে ভ্যাকসিন অ্যাপয়েনমেন্ট বুক করুন।
অ্যাপয়েনমেন্ট প্রক্রিয়া সফলভাবে শেষ হলে আপনার ফোনে কনফার্মেশন মেসেজ পাঠাবে এই চ্যাট বট। এছাড়াও আপনার ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে কনফার্মেশন পাঠিয়ে দেওয়া হবে।
নতুন এই পদ্ধতির মাধ্যমে আরও বেশি মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য অনুপ্রাণিত করছে কেন্দ্র। ভারতে হোয়াটসঅ্যাপের বিপুল জনপ্রিয়তার কারণেই কেন্দ্রের এই পদক্ষেপের ফলে আরও বেশি মানুষ সহজেই ভ্যাকসিন নিতে পারবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470