Slack এর ৫টি সেরা বিকল্প

|

কাজের জায়গায় যে কোন কোম্পানির কাছে সব থেকে গুরুত্বপুর্ণ দিক অবশ্যই কমিউনিকেশান। আগে এই বিভিন্ন কর্মীর মধ্যে এই কমিউনিকেশান হতো ইমেলের মাধ্যমে। কিন্তু আজকাল বাজারে চলে এসেছে অনেক এমন অ্যাপ যা দিয়ে খুব সহজেই কাজের জায়গায় নিজেদের মধ্যে সমন্নয় রাখতে পারবেন কর্মীরা।

Slack এর ৫টি সেরা বিকল্প

Slack দিয়ে প্রধাণত তিনটি কাজ একসাথে করা যায়। টিম কমিউনিকেশান, কোলাবরেশান, ও টিমকে আপ-টু-ডেট রাখা। এছাড়াও আপনার ইমেলের সব গুরুত্বপুর্ণ কথাবার্তা এক জায়গাতে গুছিয়ে রাখা যায় এই অ্যাপে। আপনি যদি Slack ব্যাবহার করে বোর হয়ে গিয়ে থাকেন তবে নিচে রইল এই অ্যাপের কয়েকটি বিকপ্ল।

Google Hangouts

Google Hangouts

Google Hangouts দিয়ে প্রধাণত ভিডিও কলিং করা যায়। এছাড়াও মেসেজিং ও করা সম্ভব Google Hangouts দিয়ে। যেহেতু এই অ্যাপে খুব সহজেই গুগুল ড্রাইভ বা গুগুল ডক ইন্টিগ্রাট করা যায় তাই সব কর্মীদের মধ্যে কাজে সুবিধা হয় এই অ্যাপে। এছাড়াও এই অ্যাপে আপনি যোগ করতে পারবেন ZenDesk, UberConference, or HipChat।

Fleep

Fleep

Fleep এর মাধ্যমে আপনি ইমেল অ্যাড্রেস আছে এমন যে কোন ব্যাক্তিকে মেসেজ করতে পারবেন। এমনকি তাদের Fleep না থাকলেও তাদের মেসেজ করতে পারবেন। এই অ্যাপের মাধ্যমে আপনি খোলাখুলি ভাবে যোগাযোগ রাখতে পারবেন সবার সাথে।

Bitrix 24

Bitrix 24

এটি স্ল্যাকের অন্যতম সেরা বিকল্প অ্যাপ। কিন্তু এই অ্যাপ ব্যাবহার করতে হবে আপনাকে খশাতে হবে মাসে ৩৯ মার্কিন ডলার থেকে ১৯৯ মার্কিন ডলার। এছাড়াও আপনি পেয়ে যাবেন ফ্রি মাসিক প্ল্যান। এই অ্যাপে আপনি স্ক্রিন শেয়ার করতে পারবেন অন্য কর্মীদের সাথে। এছাড়াও করতে পারবেন ফ্রি ভিডিও কল। কেউ কোন একটি ফাইল এডিট করলে তা সাথে সাথে আপডেত হয়ে যায় অন্য সব ডিভাইসে।

শাওমি রেডমি নোট ৫-এর ফিচার্স আর দামের হদিশ রইলশাওমি রেডমি নোট ৫-এর ফিচার্স আর দামের হদিশ রইল

Glip

Glip

এটি একটি আল ইন ওয়ান অ্যাপ। এই অ্যাপে রয়েছে টু ডু লিস্ট, ক্যালেন্ডার, ফাইল, নোটস, ভিডিও কলিং ও মেসেজিং। Glip এর প্রধাণ আকর্ষণ অবশ্যই প্রোজেক্ট ম্যানেজিং ও ওয়ার্কিং ওন দ্য গো। এছাড়াও গ্রাহকের সাথেও যোগাযোগ রাখা যায় এই অ্যাপে। ফ্রি ও পেড দুটি ভার্সানেই পাওয়া যায় এই অ্যাপ।

Ryver

Ryver

Ryver এ আছে টিম কমিউনিকেশান ও টাস্ক ম্যানেজমেন্টের দারুন সমন্বয়। ইন বিল্ট টাস্ক ম্যানেজার ছাড়াও গ্রাহক যোগ করতে পারবেন গুগুল ড্রাইভ বা ড্রপবক্স। এছাড়াও রয়েছে অডিও কল ও ভিডিও কলের অপশান। এছাড়াও ৪০০ জন পর্যন্ত ফ্রিকনফারেন্স করতে পারেন এই অ্যাপ দিয়ে।

Best Mobiles in India

Read more about:
English summary
When it comes to work, team communication is more important for any enterprises. If in case, your team got bored of Slack, we provide you 5 alternative apps that you can try.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X