কিভাবে নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন টুইটারে?

টুইটারে সেলিব্রিটিদের নামের পাশে নীল রঙের চিহ্নটি দেখেছেন নিশ্চই। কিভাবে পাবেন সেই ভেরিফিকেশানের চিহ্ন? দেখে নিন...

|

আমরা সবাই জানি একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট কেমন দেখতে হয়। আপমি যদি ভেবে থাকেন নিজের অ্যাকাউন্টটি টুইটারে ভেরিফাই করাবেন আসুন দেখে নেওয়া যাক কিভাবে করবেন সেই কাজ।

কিভাবে নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন টুইটারে?

স্টেপ ১। আপনার টুইটার প্রোফাইলে প্রোফাই পিকচার, কভার ফটো, নাম, আপনার ওয়েবসাইট, নিজের সম্পর্কে লেখার জায়গাগুলি সঠিকভাবে পুরন করুন। প্রোফাইলে আপনার নিজের ছহবি আপলোড করুন, নামে নিজের আসল নাম বা কোম্পানির নাম দিন।

স্টেপ ২। নিজের ফোন নম্বর ও ইমেল অ্যাড্রেস ফিল আপ করুন। এরপর নিজের ইনবক্সে গিয়ে নিজের ইমেল ভেরিফাই করুন।

কিভাবে নিজের অ্যাকাউন্ট ভেরিফাই করবেন টুইটারে?

স্টেপ ৩। এছাড়াও নিজের জন্মদিন টুইটারে জানান ও সব টুইট 'পাবলিক' হিসাবে রাখুন।

স্টেপ ৪। এবার টুইটারে ভেরিফিকেশান ফর্মটি ফিল আপ করে নিন। করা হয়ে গেলে টুইটার আপনাকে সব তথ্য আবার মিলিয়ে নিতে বলবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করুন। রবার আপনাকে টুইটারের উত্তরের অপেক্ষায় বসে থাকতে হবে। সাধারনত কয়েক সপ্তাহের মধ্যেই উত্তর দেয় টুইটার।

এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে এবার ব্যাবহার করতে পারবেন UPI পেমেন্টএয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কে এবার ব্যাবহার করতে পারবেন UPI পেমেন্ট

Best Mobiles in India

English summary
Everyone knows how a verified Twitter handle looks like! So, if you are planning to get your Twitter account, check it out here.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X