অ্যানড্রয়েড ওরিওর ৫ টি সিকিউরিটি ফিচার

|

বাজারে এসেছে গুগুলের লেটেস্ট অ্যানড্রয়েড ভার্সান ওরিও। এই আপডেটে মুলত নজর দেওয়া হয়েছে স্পীড ও এফিসিয়েন্সি বাড়িয়ে পার্ফমেন্স বাড়ানোর দিকে।

অ্যানড্রয়েড ওরিওর ৫ টি সিকিউরিটি ফিচার

এছাড়াও এই আপডেটে ব্যাকগ্রাউন্ড অয়াক্টিভিটির জন্য ব্যাটারি ড্রেনিংএর দিকেও নজর দিয়েছে গুগুল। এছাড়াও জন্র দেওয়া হয়েছে সিকিউরিটির উপর। আসুন দেখে নেওয়া যাক নতুন অ্যানড্রয়েড ওরিওতে নতুন কি সিকিউরিটি ফিচার এলো।

Dismissive System Alert Overlays

Dismissive System Alert Overlays

সাধারনত অ্যানড্রয়েডে যে কোন অ্যাপ অন্য অ্যাপের উপর পপ আপ তৈরী করতে পারে। যদিও এই ফিচার ব্যাবহার করে গ্রাহকের কাছে টাকা চাইছে হ্যাকাররা। নতুন এই ফিচারে নতুন পপ আপ খুললেই সবসময় থাকবে একটি নোটিফিকেশান।

এবার সম্পূর্ণ সুরক্ষিত সাইডলোডিং

এবার সম্পূর্ণ সুরক্ষিত সাইডলোডিং

আগে কোন অ্যাপ সাইডলোড করলে সবসময় থেকে যেত রিস্ক। ওরিওতে এবার আপনি বেছে নিতে পারবেন ঠিক কোন APK গুলি আপনি ডাউনলোড করতে চান।

আধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়েছে? জানবেন কীভাবেআধার নম্বরের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক হয়েছে? জানবেন কীভাবে

Android verified Boot 2.0
 

Android verified Boot 2.0

এই ভেরিফায়েড বুট ২.০ ফিচারের মাধ্যমে আপনি যদি কোন পুরনো ভার্সানে ফিরে যান তবে আর বুট হবে না আপনার ফোন। এছাড়াও বুটের সময় বিভিন্ন ম্যালওয়ারের হাত থেকে রক্ষা দেবে এই ফিচার।

পাবলিক WiFi তে সুরক্ষা

পাবলিক WiFi তে সুরক্ষা

পাবলিক WiFi সবসময় অসুরক্ষিত। এই সমস্যার সমাধানে ওরিওতে আছে WiFi Assistant ফিচার। এর মাধ্যমে শুধুমাত্র সুরক্ষিত WiFi ণেটওয়ার্কেই কানেক্ট হবে আপনার ডিভাইস। সাথে গুগুলের তরফে ব্যাবহার করা হবে নিজস্ব VPN। যদিও এখনো পর্যন্ত এই ফিচার শুখুমাত্র Project Fi আর Nexus/Pixel ডিভাইসেই কাজ করছে।

 ফিসিকাল সিকিউরিটি কি

ফিসিকাল সিকিউরিটি কি

কিছুদিন আগেই গুগুল লঞ্চ করেছে টু ফ্যাক্টার অথেন্টিকেশান। কিন্তু অ্যানড্রয়েড ওরিওতে আপনি ব্লুটুথ বা NFC এর মাধ্যমে অন্য ডিভাইস কানেক্ট করে ফিসিকাল কি ব্যাবহার করতে পারবেন। যদিও ডেপেলপাররা এখনো এই ফিচার ব্যাবহার সবে শুরু করেছেন, তাই এই ফিচার বিভিন্ন অ্যাপে দেখতে কিছুদিন সময় লাগবে আরও।


Best Mobiles in India

Read more about:
English summary
Google officially rolled out the next flavor of Android under a cookie name Oreo. In this article, we have compiled a list of security reasons that are present in the Android 8.0 Oreo.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X