Just In
Don't Miss
আট হাজারে সেরা তিনটি স্মার্টফোন
বাজেট থেকে মিডরেঞ্জ বা প্রিমিয়াম স্মার্টফোন। প্রতি সপ্তাহেই একের পর এক ফোন লঞ্চ হয়েই চলেছে। কোন ফোনের ক্যামেরা ভালো তো কোন ফোনে পাওয়া যাবে দারুন ব্যাটারি ব্যাক আপ। ভারতের বাজারে সবথেকে বেশি বিক্রি হওয়া স্মার্টফোনের প্রায় সবকটাই বাজেট সেগমেন্টে। ২০১৯ সালের জুন মাসে ভারতে ৮,০০০ টাকার নীচে সেরা তিনটি স্মার্টফোন দেখে নিন।
রিয়েলমি সি২
দাম শুরু ৫,৯৯৯ টাকা থেকে
রিয়েলমি সি২ ফোনে থাকবে ৬.১ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট। সাথে থাকছে ৩ জিবি পর্যন্ত র্যাম আর ৩২ জিবি পর্যন্ত স্টোরেজ।
ছবি তোলার জন্য রিয়েলমি ৩ প্রো ফোনের পিছনে থাকছে ডুয়াল ক্যামেরা। এই ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সার। সাথে থাকছে একটি ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সার। রিয়ার ক্যামেরায় থাকছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট। সেলফি তোলার জন্য রিয়েলমি সি২ ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা।
কানেক্টিভিটির জন্য রিয়েলমি সি২ ফোনে থাকছে ৪জি এলটিই, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক আর মাইক্রো ইউএসবি পোর্ট। ফোনের ভিতরে থাকছে একটি ৪,০০০ মিলি অ্যাম্প হাওয়ার ব্যাটারি।
রেডমি ৬এ
দাম শুরু ৬,৯৯৯ টাকা থেকে
রেডমি ৬এ তে থাকবে ৫.৪৫ ইঞ্চি এইচ ডি প্লাস ১৮:৯ ডিসপ্লে। এই ফোনে ব্যাবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও এ১১ চিপসেট। এর সাথেই থাকবে ২ জিবি র্যাম আর ১৬ জিবি স্টোরেজ।
রেডমি ৬এ তে থাকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আর একটি ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। দুটি ক্যামেরাতেই থাকবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সাপোর্ট।
এসুস জেনফোন ম্যাক্স এম ১
দাম শুরু ৬,৯৯৯ টাকা থেকে
ডুয়াল সিম জেনফোন ম্যাক্স এম ১ এ অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে। জেনফোন ম্যাক্স এম ১ ফোনে থাকবে ৫.৪৫ ইঞ্চি এইচ ডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৮:৯। ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের ভিতরে থাকবে একটি স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ বাড়িয়ে নেওয়া যাবে।
ছবি তোলার জন্য জেনফোন ম্যাক্স এম ১ ফোনের পিছনে থকবে একটি ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। অটোফোকাস এই ক্যামেরার সাথেই থাকবে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকছে একটি ৮ মেগাপিক্সেল ক্যামেরা। এই ফোনে থাকবে ৪০০০ মিলি অ্যাম্প আওয়ার ব্যাটারি।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190