২০১৭ তেব বাজারে আসা নতুন স্মার্টফোনের সেরা কিছু ফিচার।

প্রতি মাসে হাজারো স্মার্টফনের ভিড়ে হারিয়ে যায়। নতুন অনেক স্মার্টফোন ফিচার। ২০১৭ সালের এমনি ৩ টি ফিচার।

|

প্রায় রোজই বাজারে আসছে নতুন স্মার্টফোন। সাথে বাড়ছে স্মার্টফোনের প্রসেসিং পাওয়ার, RAM, ব্যাটারির ক্ষমতা। কিন্তু স্মার্টফোনে নতুন টেকনোলজি দেখা যায় খুব কম ফোনে।

২০১৭ তেব বাজারে আসা নতুন স্মার্টফোনের সেরা কিছু ফিচার।

আজ যেটা নতুন দুদিন পরেই তা হয়ে যায় পুরনো। তাও এবছরে লঞ্চ হওয়া স্মার্টফোনগুলি থেকে ৩টি নতুন ফিচার তুলে ধরা হল।

আইরিস স্ক্যানার

আইরিস স্ক্যানার

Galaxy S8 আর S8+ ফোনে এই নতুন টেকনোলজি ব্যাবহার করেছে Samsung। আইরিস স্ক্যানারের মাধ্যেমে আপনার চোখের মনির ইউনিক প্যাটার্নটি দেখে আনলক করে ফেলবে ফোনটি। ঠিক আঙ্গুলের ছাপের মতোই আপনার চোখের মনির প্যাটার্ন নকল করা সম্ভব না।নিজের ফোনকে সুরক্ষিত রাখতে তাই এটি খুব ভালো পদ্ধতি।

Samsung Galaxy S8 আর S8+ এ আইরিস স্ক্যানার চালু করতে হলে ফোনটি চোখের লেভেলে ধরে গোল অংশ দুটির মধ্যে আপনার চোখের মনিদুটি রেখে স্ক্যান করে ফেলতে হবে।

 

কম আলোতে ভালো ফটোগ্রাফি

কম আলোতে ভালো ফটোগ্রাফি

অবশেষে পিস্কেল ফোনে গুগুল কম আলোতে ভালো ছবি তোলার রহস্যভেদ করতে পেরেছে। এর কৃতিত্ব যতটা ক্যামেরার সেন্সারের ততটাই গুগুলের নতুন সফটওয়ারেরও বটে। নতুন সফটওয়ারের সাথেই গুগুল ফোনটিতে লাগিয়েছে একটি নতুন জাইরোস্কোপ বেসড ভিডিও স্টেবিলাইজেশান সিস্টেম। যেটা প্রতি সেকেন্ডে ২০০ বার জাইরো ডাটা রিড করে। ফলে এই ক্যামেরায় ভিডিও তুললে তা অনেক স্মুদ আর শেক-ফ্রি হয়।

 ডুয়াল ক্যামেরার স্মার্টফোন
 

ডুয়াল ক্যামেরার স্মার্টফোন

গত বছর ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের পর এবছর স্মার্টফোন বাজারের ট্রেন্ড ডুয়াল ক্যামেরা সেটআপ। অর্থাৎ ফোনের পিছনে পাশাপাশি বা উপরে নিচে দুটি আলাদা ক্যামেরা এগুলি একে অপরের থেকে আলাদা। মুলত প্রাইমারি ক্যামেরাটি দিয়েই বেশী কাজ হয় আর সেকেন্ডারি ক্যামেরাটি অতিরিক্ত আলো ক্যাপচার করে আর Depth of Field কমিয়ে ছবির পিছনটি ব্লার করে দিয়ে ছবিতে শৈল্পিক ছোঁয়া দেয়।

Best Mobiles in India

English summary
Lots and lots of technology are being invented these days in all walks of life including home appliances, Cars, bikes. One of the fields that have seen more growth in less duration is undoubtedly the Smartphone Industry.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X