Just In
ফ্লিপকার্ট সেলে স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন
ফিরে এল ফ্লিপকার্ট বিগ শপিং ডেজ সেল। ১৯ মার্চ থেকে ২২ মার্চ ফ্লিপকার্ট থেকে এই সেলে সস্তা হচ্ছে স্মার্টফোন সহ সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট। চার দিনের এই সেলে সস্তা হবে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ওয়্যারেবল, স্মার্টহোম প্রোডাক্ট। এছাড়াও এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় মিলবে। এই সেলে কোন ফোনের দাম কতটা কমবে? স্মার্টফোনের সেরা অফারগুলি দেখে নিন।

রিয়েলমি ৫ প্রো
চারটি ক্যামেরার এই স্মার্টফোন পাওয়া যাবে ১১,৯৯০ টাকা থেকে।

স্যামসাং গ্যালাক্সি এস৯
২১,৯৯৯ টাকা থেকে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস৯। ২০১৮ সালের শুরুতে এই ফোন লঞ্চ করেছিল স্যামসাং।

ভিভো জেড১ প্রো
১২,৯৯০ টাকায় পাওয়া যাবে ভিভো জেড১ প্রো। ২২ মার্চ পর্যন্ত এই অফার চলবে।

স্যামসাং গ্যালাক্সি এ৫০
এই ফোনে রয়েছে তিনটি ক্যামেরা। ১৪,৯৯৯ টাকায় এই ফোন কেনা যাবে।

ওপ্পো রেনো ১০এক্স জুম
৬জিবি র্যাম + ১২৮জিবি স্টোরেজে এই ফোন কিনতে ৩৬,৯৯০ টাকা খরচ হবে। ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস
৬৮,৯০০ টাকায় পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এস৯ প্লাস। মিলবে নো-কস্ট ইএমআই।

রিয়েলমি এক্স২
এই ফোনে ৪,০০০ টাকা ছাড় মিলবে। ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্টফোন।

আইফোন এক্সএস
২০১৮ সালের এই আইফোন কিনতে ৫৯,৯৯৯ টাকা খরচ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086