Just In
একাধিক জনপ্রিয় স্মার্টফোন দুর্দান্ত ছাড় দিচ্ছে শাওমি
শাওমি অফিশিয়াল ওয়েবসাইট আর অ্যামাজন ওয়েবসাইট থেকে একাধিক শাওমি স্মার্টফোনে শুরু হয়েছে দুর্দান্ত সেল। ১৭ জুন থেকে ২১ জুন পর্যন্ত অ্যামাজনে চলবে 'মি ডেজ সেল’ আর মি ডট কম এ শুরু চলবে 'মি সুপাল সেল’। এই সেলে বিভিন সস্তা হয়েছে বিভিন্ন স্মার্টফোন। এর সাথেই অ্যাক্সিস ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকদের জন্য থাকছে অতিরিক্ত ৫ শতাংশ ছাড়। পাঁচ দিনের এই সেলে সস্তা হয়েছে পোকো এফ১, মি এ২, রেডমি নোট ৫ প্রো এর মতো জনপ্রিয় স্মার্টফোনগুলি। এছাড়াও এক্সচেঞ্জে থাকছে অতিরিক্ত ৩,০০০ টাকা ছাড়।

সস্তা হয়েছে এই শাওমি স্মার্টফোনগুলি
পোকো এফ১
এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। ৬ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ১৭,৯৯৯ টাকা খরচ হবে। ৬জিবি র্যাম আর ১২৮ জিবি স্টোরেজে এই ফোন কিনতে ২০,৯৯৯ টাকা খরচ হবে। ৮জিবি র্যাম আর ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে খরচ হবে ২৭,৯৯৯ টাকা।
মি এ২
এই ফোনে ৩,০০০ টাকা ছাড় দিচ্ছে শাওমি। ১৩,৯৯৯ টাকার পরিবর্তে ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মি এ২। এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৬০ চিপসেট।
রেডমি নোট ৫ প্রো
১০,৯৯৯ টাকা থেকে এই ফোনের দাম শুরু হচ্ছে। ৬জিবি র্যাম ভেরিয়েন্টে এই ফোন কিনতে ১১,৯৯৯ টাকা খরচ হবে।
রেডমি ৬ প্রো
ভারতে প্রথম ডিসপ্লে নচ সহ লঞ্চ হয়েছিল রেডমি ৬ প্রো। ৩ জিবি র্যাম আর ৩২ জিবি স্টোরেজে রেডমি ৬ প্রো কিনতে ৮,৯৯৯ টাকা খরচ হবে। ৪ জিবি র্যাম আর ৬৪ জিবি স্টোরেজে রেডমি ৬ প্রো এর দাম ৯,৯৯৯ টাকা।
রেডমি ওয়াই ২
১,০০০ টাকা সস্তা হয়েছে রেডমি ওয়াই ২। ৭,৯৯৯ টাকায় এই ফোনের বেস ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ভেরিয়েন্টে এই ফোন কিনতে ৯,৯৯৯ টাকা খরচ হবে।
রেডমি ৬
এন্ট্রি লেভেলে রেডমি ৬ ফোনের দাম কমে হয়েছে ৭,৪৯৯ টাকা। আগে এই ফোনের দাম ছিল ৭,৯৯৯ টাকা।
এছাড়াও ওপেন সেলে বিক্রি শুরু হয়েছে রেডমি ৭, রেডমি ওয়াই ৩। ৮৯৯ টাকায় পাওয়া যাচ্ছে মি পাওয়ারব্যাঙ্ক। মি স্পোর্টস ইয়ারফোন কিনতে ১,৪৯৯ টাকা খরচ হবে।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470