Just In
- 3 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 4 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 5 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
- 6 days ago
শীঘ্রই হোয়াটসঅ্যাপের ভিতরে যোগ হতে চলেছে জিওমার্ট: রিপোর্ট
Don't Miss
রিয়েলমি সি১৫ ছাড়াও এই ফোনগুলিতে পাবেন ৬০০০ এমএএইচ ব্যাটারি
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি১৫। এই ফোনে ভালো পারফর্মেন্সের সঙ্গেই থাকছে দুর্দান্ত ব্যাটারি। ফোনের ভিতরে মিডিয়াটেক হিলিও জি৩৫ চিপসেট দিয়েছে চিনের কোম্পানিটি। সঙ্গে রয়েছে ৪জিবি র্যাম। সঙ্গে রয়েছে ৬,০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও এই দামে আর কোন ফোনগুলিতে ৬,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে? দেখে নিন।

রিয়েলমি সি১৫
রিয়েলমি সি১৫ ছাড়াও সম্প্রতি স্যামসাং গ্যালাক্সি এম২১, গ্যালাক্সি এম৩০এস ও গ্যালাক্সি এম৩১ ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেখা গিয়েছিল। যদিও এই সব ফোনের থেকেই রিয়েলমি সি১৫ এর দাম অনেকটা বেশি।
স্যামসাং ছাড়াও চলতি বছর টেকনো স্পার্ক পাওয়ার, টেকনো স্পার্ক পাওয়ার ২ ও টেকনো স্পার্ক ৬ এয়ার ফোনে ছিল ৬,০০০ এমএএইচ ব্যাটারি।

স্যামসাং গ্যালাক্সি এম২১
দাম ১৫,৫৫০ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট
- ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- ডুয়াল সিম
- ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এম৩০স
দাম ১৩,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট
- ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯
- ডুয়াল সিম
- ৪৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল ক্যামেরা
- ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি

টেকনো স্পার্ক ২
দাম ৯,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট
- ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- ডুয়াল সিম
- ৪৮ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি

টেকনো স্পার্ক পাওয়ার
দাম ১১,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৩৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর মিডিয়াটেক হিলিও পি২২ চিপসেট
- ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ৯
- ডুয়াল সিম
- ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি

টেকনো স্পার্ক ৬ এয়ার
দাম ৭,৯৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর মিডিয়াটেক হিলিও এ২৫ চিপসেট
- ২জিবি র্যাম ও ৩২জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- ডুয়াল সিম
- ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা
- ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি

স্যামসাং গ্যালাক্সি এম৩১
দাম ১৬,৪৯৯ টাকা
স্পেসিফিকেশন
- ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে
- অক্টা কোর এক্সিনস ৯৬১১ চিপসেট
- ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ
- অ্যানড্রয়েড ১০
- ডুয়াল সিম
- ৬৪ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল ক্যামেরা
- ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা
- ৬,০০০ এমএএইচ ব্যাটারি
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190