ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

আপনি হয়তো সেই অ্যাপগুলি কাখনই ব্যাবহার করেন না। কিন্তু প্রথম দিন থেকেই আপনার ফোনে থেকে যায় এই অপ্রয়জনীয় অ্যাপগুলি।

|

বেশিরভাগ স্মার্টফোন কোম্পানিই ফোন বিক্রি করার আগে তাদের নিজেদের কিছু অ্যাপ ফোনে ইনষ্টল করে দেয়। আপনি হয়তো সেই অ্যাপগুলি কাখনই ব্যাবহার করেন না। কিন্তু প্রথম দিন থেকেই আপনার ফোনে থেকে যায় এই অপ্রয়জনীয় অ্যাপগুলি। আর নিঃশব্দে আপনার ফোনের স্টোরেজ, RAM, আর ব্যাটারি গিলতে থাকে এই অ্যাপগুলি।

ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

Windows ফোনে কোনভাবেই ব্লোটওয়ার ডিলিট করা সম্ভব নয়। কিন্তু আপনি যদি Android ইউজার হন তাহলে রয়েছে সহজেই কয়েকটি ধাপের মাধ্যমে ডিলিট করে ফেলতে পারবেন আপনার ফোনের সমস্ত আপ্রয়জনীয় ব্লোটওয়ার।
ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

তবে সবসময় এই ব্লোটওয়ারগুলি ডিলিড় করলে সিস্টেম আনস্টেবেল হয়ে পরতে পারে। সেক্ষেত্রে ব্লোটওয়ারগুলি ডিসেবেল করে রাখলে সমস্যা থেকে রেহাই পাওয়া সম্ভব।

সম্ভবত আগামী সেপ্টেম্বরেই বাজারে আসছে নতুন iPhone 8সম্ভবত আগামী সেপ্টেম্বরেই বাজারে আসছে নতুন iPhone 8

আসুন দেখে নেওয়া যাক আপনার Android ফোনে কিভাবে ব্লোটওয়ার ডিলিট/ডিসেবেল করবেন?

১. প্রথমে আপনার ফোনের 'Settings -> Application' এ যান।

২. এরপর এখানে আপনি আপনার ফোনের সব ইন্সটল্ড অ্যাপ দেখতে পারবেন।

ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

৩. এখানে আপনি যে অ্যাপটি ডিলিট করতে চান সেটিকে সেলেক্ট করুন।
ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

৪. এরপর ডিসেবেল বোতামটি ট্যাপ করুন।
ব্লোটওয়ার কি? কিভাবে এর হাত থেকে মুক্তি পাবেন?

৫. এইভাবে আপনি আপনার ফোন থেকে ব্লোটওয়ার ডিসেবেল করতে পারবেন।
Best Mobiles in India

Read more about:
English summary
Most of the handset makers install their very own app to add a flavor in Android phones before shipping it. f you are not able to delete the bloatware, you can simply disable it. Check out the steps below.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X