Just In
২০১৮ সালে ভাইরাল হয়েছিল এই ভিডিওগুলি
বিনামূল্যে ভিডিও দেখার সেরা প্ল্যাটফর্ম ইউটিউব। যে কোন বিষয়ে কয়েক লক্ষ ভিডিও পাবেন ইউটিউবে। এছাড়াও ভিডিও দেখার জন্য লগ ইন করা যেতে পারে ফেসবুক, টুইটার বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল প্ল্যাটফর্মগুলিতে। ২০১৮ সালে ভাইরাল হয়েছিল এই ভিডিওগুলি।

ইউটিউব রিওইয়ান্ড ২০১৮
প্রতি বছরের মতোই ২০১৮ সালের সেরা ঘটনা নিয়ে তৈরী হয়েছে ২০১৮ সালের ইউটিউব রিওয়াইন্ড। ইতিমধ্যেই ইউটিউবে সব থেকে বেশি ডিজলাইক পাওয়া ভিডিওর শিরোপা পেয়েছে এই ভিডিও। এই প্রতিবেদন লেখার সময় ১.৪ কোটি গ্রাহক ইউটিউবে এই ভিডিওটিতে ডিজলাইক দিয়েছেন।
পিনাট বাটার ব্যবহার করে কয়লাকে হীরে বানানো
ফেসবুকে ভাইরাল হয়েছিল এই ভিডিও। এই ভিডিওতে চারকোল থেকে কীভাবে হীরের টুকরো তৈরী করা যায় সেখানো হয়েছিল। তবে কমেন্টে অনেকেই দাবি করেছিলেন এটি ভুয়ো ভিডিও। কোন ভাবেই এত সহজে হীরে তৈরী সম্ভব না।
লুই ফন্সি – দেসপাসিতো সাথে ডাডি ইয়াঙ্কি
২০১৭ সালে এই ভিডিও পাবলিশ হলেও ২০১৮ সালে ইউটিউবে সর্বোকালের সবথেকে বেশি ভিউ এর রেকর্ড করেছিল এই ভিডিও। এই প্রতিবেদন লেখার সময় ৫৬০ কোটি গ্রাহক এই ভিডিওটি দেখেছেন।
স্কেটবোর্ডিং কুকুর
কোন শব্দের প্রয়োজন নেই। শুধু ভিডিওটি দেখুন।
সল্ট বায়ে
সোশ্যাল মিডিয়ায় খাবার সম্পর্কিত ভিডিও নিয়মিন দেখলে সল্ট বায়েকে নিশ্চই চেনেন আপনি। নুন ব্যবহার করে ম্যারিনেট করে ইন্টারনেটে জনপ্রিয় হয়েছিলেন এই শেফ।
আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম
ছোট্ট এই ভিডিওটি ১৬০ কোটি মানুষ দেখেছিলেন।
অ্যাভেঞ্জার্স – অফিশিয়াল ট্রেলার
এই ভিডিওটি ৭.৪ কোটি মানুষ দেখেছিলেন। মার্ভেল অ্যাভেঞ্জার্স সিরিজের বিপুল জনপ্রিয়তাই এই ভিডিওর সাফল্যের প্রধান কারন।
এমিনেম – ভেনম
র্যাপার এমিনেমের ভেনম গানটি ২০১৮ সালের অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল। র্যাপিং এর ভগবান নামে পরিচিত এমিনেমের ইউটিউবের এই ভিডিও ইতিমধ্যেই ১৮.৭ কোটি গ্রাহক দেখেছেন।
আরিয়ানা গ্রান্দে – থ্যাঙ্ক ইউ, নেক্সট
এই বছর নভেম্বরে এই ভিডিও সামনে এসেছিল। মাত্র ৫০ দিনে ১৮.৭ কোটি মানুষ এই ভিডিওটি দেখেছেন।
আইফোন এক্স - আনলক – অ্যাপেল
অ্যাপেল আইফোন এক্স এর এই ভিডিওটি ইউটিউবে ১.৩ কোটি মানুষ দেখেছেন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470