Just In
Don't Miss
২০১৯ লোকসভা নির্বাচন: সোশ্যাল মিডিয়াল এই কাজ করতে পারবেন না প্রার্থীরা
রবিবার ২০১৯ সালের লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে কমিশন। নির্বাচন ঘোষণা হওয়ার সাথেই নির্বাচনী বিধি লাগু হয়ে গিয়েছে। চারদিকে ব্যানার প্ল্যাকার্ড কঝোলার কাজ শুরু করেছে রাজনৈতিক দলগুলি। তবে এই বছর নির্বাচনী বিধিতে সোশ্যাল মিডিয়া নিয়েও বেশ কড়া নির্বাচন কমিশন। বিশেষ করে প্রার্থীদের সোশ্যাল মিডিয়ায় কড়া নজরে রাখবে কমিশন। এই কাজগুলি সোশ্যাল মিডিয়াল করতে পারবেন না প্রার্থীরা।
১। মনোনয়ন জমা দেওয়ার সময় সব প্রার্থীকে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের বিবরন দিতে হবে। প্রার্থীর ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম ও ইউটিউব অ্যাকাউন্টের বিবরন জানাতে হবে কমিশনকে।
২। প্রার্থীর অ্যাকাউন্ট থেকে যে কোন ধরনের রাজনৈতিক পোস্ট করার আগে কমিশনের অনুমতি নিতে হবে।
৩। কমিশনের অনুমতি ছাড়া গুগল, ফেসবুক, ইউটিউব ও ট্যুইটারে কোনও রাজনৈতিক পোস্ট করা যাবে না।
৪। সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেওয়ার জন্য প্রার্থী মোট কত টাকা খরচ খচ করছেন তা বিস্তারে জানাতে হবে কমিশনকে।
৫। প্রার্থী বা কোনও রাজনৈতিক দল সোশ্যাল মিডিয়ায় প্রতিরক্ষা বিভাগের কোনও ছবি ব্যবহার করতে পারবেন না।
৬। সোশ্যাল মিডিয়ায় নির্বাচনি বিধি ভাঙলে তৎক্ষণাত ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।
৭। সোশ্যাল মিডিয়ায় ঘৃণা মুলক বক্তব্য, ভুল খবর প্রচার করতে জলদি ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কমিশন।
৮। সোশ্যাল মিডিয়ায় যে কোন ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন আলাদা করে হাইলাইট করা থাকবে।
৯। তবে ফেসবুক, গুগল, টুইটার ও ইন্সটাগ্রাম নিয়ে নিয়ম জানালেও হোয়াটসঅ্যাপে কোনো নিষেধাজ্ঞার কথা জানায়নি কমিশন।
১০। cVIGIL নামে নতুন অ্যাপ নিয়ে এসেছে নির্বাচন কমিশন। এই অ্যাপ ব্যবহার করে অ্যানড্রয়েড গ্রাহকরা যে কোনও জায়গা থেকে কমিশনকে নির্বাচন বিধি ভঙ্গের অভিযোগ আনতে পারবেন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190