Just In
ডেবিট অথবা ক্রেডিট কার্ড চুরি হলে ব্লক করবেন কীভাবে?
ডেবিট অথবা ক্রেডিট কার্ড সুরক্ষিত থাকা আবশ্যিক। এই কার্ড হাতছাড়া হলে খুব সহজেই অ্যাকাউন্ট খালি হয়ে জেতে পারে। তাই ক্রেডিট ও ডেবিট কার্ড হারিয়ে গেলে অথবা চুরি হলে জলদি তা ব্লক করে দেওয়া প্রয়োজন। নাহলে মুহুর্তে আপনার অ্যাকাউন্ট খালি হয়ে যেতে পারে। এটিএম পিন না জানলেও বিভিন্ন উপারে ইন্টারনেট থেকে ডেবীত কার্ডের মাধ্যমে শপিং করা যায়। কীভাবে ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্লক করবেন? এক নজরে সব পদ্ধতিগুলি দেখে নিন।

প্রথম পদ্ধতি: কাস্টোমার কেয়ারে ফোন করুন
যে কোন এটিএম কার্ডের পিছনে একটি টোল ফ্রি নম্বর লেখা থাকে। নিজের ফোনে এই নম্বর সেভ করে রাখুন। কোন কারনে সেভ করে রাখতে ভুলে গেলে গুগল সার্চ ব্যবহার করে নিজের ব্যাঙ্কের এটিএম কার্ড ব্লক করার হেল্পলাইন নম্বর খুঁজে নিন। কার্ড হারিয়ে গেলে বা চুরি হলে সাথে সাথে এই টোল ফ্রি নম্বরে ফোন করে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্লক করে দিন।
দ্বিতীয় পদ্ধতি: নেটব্যাঙ্কিং ব্যবহার করে
আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেট ব্যাঙ্কিং অ্যাকটিভ থাকলে সেখান থেকে নিজের ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্লক করা সম্ভব। ওয়েবসাইটের উপরে 'কার্ড’ ট্যাবে গিয়ে ব্লক সিলেক্ট করলে আপনার কার্ড ব্লক হয়ে যাবে।
তৃতীয় পদ্ধতি: এসএমএস ব্যবহার করে
বিভিন্ন ব্যাঙ্ক এসএমএস এর মাধ্যমেও কার্ড ব্লক করতে দেয়। নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্লক করা সম্ভব।
চতুর্থ পদ্ধতি: ব্যাঙ্কে গিয়ে
ব্যাঙ্কের আশেপাশে থাকলে যে কণ ব্রাঞ্চে গিয়ে হারিয়ে যাওয়া ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্লক করতে পারবেন। তবে ব্যাঙ্ক খোলা না থাকলে তা করা যাবে না।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470