Just In
পাবজি খেলতে না দেওয়ায় আত্মহত্যা করল ১৭ বছরের যুবক
পাবজি খেলার সময় মা তার হাত থেকে ফোন কেড়ে নিয়েছিলেন। সেই কারনে আত্মহত্যা করল ১৭ বছরের এক যুবক। সম্প্রতি হরিয়ানায় এই ঘটনা ঘটেছে।

সম্প্রতি দশম শ্রেনীর পড়াশুনো শেষ করে এক বছর ঘরে বসে ছিল এই যুবক। গোটা দিন মুলরত পাবজি খেলেই তার সময় কাটত। পাবজি ভারতের সবথেকে জনপ্রিয় মোবাইল গেম। এর গেমে একাধিক বন্ধুর সাথে যুদ্ধক্ষেত্রে লড়াই করা যায়।
মৃতের বাবা একজন পুলিশ অফিসার। তিনি বলেন ছেলেকে অনেক বুঝিয়েও পড়াশোনায় মন বসাতে পারেন নি। সারা দিন সে পাবজি খেলত। “শনিবার বিকেলে মা ছেলের ঘরে ঢুকে দেখে সে পাবজি খেলছে। তখনই ছহেলের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেয় সে। তখন আমি ডিউটিতে ছিলাম। পরদিন সকালে ঘরে ঢুকে দেখে ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে।” বলেন মৃতের বাবা।
পুলিশের সাথে যোগাযোগ করা হলে জানানো হয় এই বিষয়ে এখনও কোন অভিযোগ জমা পরেনি। তবে পুলিশ তদন্ত শুরু করছে।
সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে পাবজি লাইট। কম শক্তিশালী কম্পিউটারে খেলার ব্জন্য এই গেম লঞ্চ হয়েছে। ইতিমধ্যেই বিশ্বের একাধিক দেশে পাবজি লাইট খেলা গেলেও এতদিন ভারতে এই গেম খেলা যেত না। এবার ভারতে পাবজি লাইট সার্ভার শুরু হল। এই গেমে গ্রাফিক্স কার্ড ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ থেকেও পাবজি খেলা যাবে।
তুলনামুলক কম শক্তিশালী কম্পিউটারের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে পাবজি লাইট। কম্পিউটারে কোন গ্রাফিক্স কার্ড ছাড়াই এই গেম চলবে। বিনামূল্যে এই সব কম্পিউটারে পাবজি লাইট খেলা যাবে। তবে এই গেম এর ভিতরে সব কিছু পাবজি এর মতোই। যে সবন গ্রাহক পাবজি লাইট গেমে প্রি-রেজিস্টার করেছিলেন তাদের জন্য রয়েছে আকর্ষনীয় উপহার।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190