জানেন কি? আপনার আধার কার্ডের বিস্তারিত মিলছে ৫০০ টাকায়!

By Sabyasachi Chakraborty
|

ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোক বা মোবাইল নম্বর। সরকার প্রত্যেকটি নাগরিককেই আধার কার্ডের দিকে ঠেলছে। আর যখন এই ঠেলাঠেলি চলছে তখন UIDAI-এর নিরাপত্তা নিয়েই উঠে গেল বড়সড় প্রশ্ন।

জানেন কি? আপনার আধার কার্ডের বিস্তারিত মিলছে ৫০০ টাকায়!

নিরাপত্তার গাফিলতির জেরে এর আগে অনেক ঘটনাই ঘটেছে। অনেকের আধার কার্ডের তথ্য ফাঁস হয়ে গিয়েছে বলে খবর হয়েছে। কিন্তু এরকমটা শোনা যায়নি, যে আপনার আমার আধার কার্ডের তথ্য বিক্রি হচ্ছে! দ্যা ট্রিবিউনের রিপোর্ট অনুযায়ী, কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি হোয়াটসঅ্যাপের টাকার বিনিময়ে আধার কার্ডের ডিটেলস বিক্রি করছে। প্রসঙ্গত ১০০ কোটিরও বেশি আধার কার্ড ইস্যু হয়েছে এই দেশে।

আরও খারাপ বিষয়টি হল, পেটিএমে ৫০০ টাকার বিনিময়ে সেই সব আধার কার্ডের বিস্তারিত পাওয়া যাবে। লগইন আইডি, পাসওয়ার্ড দিয়ে আধার কার্ডের ডিটেলস ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে তথ্য চোররা।

UIDAI-এর মাধ্যমে আপনি ধরুণ আপনার ঠিকানা, ফোন নং, নামধাম, ফটো সাবমিট করেছেন। যে কেউ টাকা দিয়ে তা হাতাতে পারে। আপনার কার্ড নিয়ে অপব্যবহার হওয়ার সম্ভাবনাও প্রবল।

কোন মৃত্যুর পিছনেই সরাসরি দায়ী করা যাচ্ছে না ব্লু হোয়েল চ্যালেঞ্জকেকোন মৃত্যুর পিছনেই সরাসরি দায়ী করা যাচ্ছে না ব্লু হোয়েল চ্যালেঞ্জকে

ঘটনা ঘটেছে বলে দ্য ট্রিবিউনে বলা হচ্ছে। তিনশো টাকার বিনিময়ে অন্যের আধার কার্ডের ডুপ্লিকেট প্রিন্টআউট বের করা যাচ্ছে। রাজস্থান সরকারের ওয়েবসাইটের অ্যাকসেস পেয়ে গিয়েছে হ্যাকাররা। aadhaar.rajasthan.gov.in-এ গিয়ে তথ্য চুরি সম্ভব।

তদন্তে দেখা গিয়েছে মাস ছয়েক আগে অজ্ঞাতপরিচয়দের নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়েছিল। তখন থেকেই শুরু হয়েছিল এই কীর্তি। এই গ্রুপ গ্রাম স্তরের লাখ তিনেক এজেন্টকে টার্গেট করেছিল। এরা কমন সার্ভিস সেন্টার স্কিমের আওতায় ইনেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অনুমোদনপ্রাপ্ত। এদের থেকেই UIDAI ডেটা হ্যাক করা হয়েছে।

এভাবে অন্যের আধার কার্ডের তথ্য চুরি করা বেআইনি। এবং দেশের নিরাপত্তার ক্ষেত্রে এই ঘটনা বিপজ্জনকও বটে। সম্প্রতি এডওয়ার্ড স্নোডেনও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সরকারের সমালোচনা করেছেন।

Best Mobiles in India

Read more about:
English summary
The Indian government is pushing the citizens of the country to link their Aadhaar card to every other personal details such as mobile number. Now, it looks like your Aadhaar card details are sold for just Rs. 500. Anonymous sellers are providing unrestricted access to Aadhaar details in India over WhatsApp.

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X