Just In
আধার পিভিসি কার্ড কী? কীভাবে পাবেন এই কার্ড?
গোটা দেশে প্রায় সব কাজেই আজকাল আধার বাধ্যতামূলক হয়েছে। যে কোন ভারতীয় নাগরিক বিনামূল্যে আধার নম্বর পাবেন। এই আধার কার্ডের মধ্যেই নাগরিকের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও আইরিস স্ক্যান সেভ হয়ে থাকে।

আধারকে আজকাল অনেকেই সরকারী পরিচয়পত্র হিসাবে ব্যবহার করেন। এই জন্য অনেকেই ই-আধার অথবা এম-আধার ব্যবহার করে থাকেন। সঙ্গে কাগজের আধার কার্ড তো রয়েছেই। এবার এক নতুন ধরনের আধার কার্ড নিয়ে হাজির হল ইউআইডিএআই। খুব কম দামে নতুন আধার পিভিসি কার্ড হাতে পাওয়া যাবে।
আধার পিভিসি কার্ড কী?
আধার পিভিসি কার্ড একটি পরিচয়পত্র যেখানে আধারের সব তথ্য সেভ থাকবে। একটি প্লাস্টিক কার্ডের উপরে সব তথ্যের সঙ্গেই থাকবে একটি হলোগ্রাম। ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ডের আকারের এই কার্ড হাতে পেতে খরচ হবে ৫০ টাকা। নিজের ফোন নম্বর ব্যবহার করে আধার পিভিসি কার্ড হাতে পাওয়া যাবে।
আধার পিভিসি কার্ড অনলাইনে অর্ডার করবেন কীভাবে?
আধার পিভিসি কার্ড পেতে ইউআইডিএআই ওয়েবসাইটে আধার রি-প্রিন্ট সিলেক্ট করে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি দিয়ে অথেনটিকেশন করতে হবে। এর সঙ্গেই ৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, অথবা ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।
পেমেন্ট শেষ হলে ওয়েবসাইট থেকে আপনাকে একটি এয়ারওয়ে বিল নম্বর দেবে। সেখানে থাকবে ট্র্যাকিং নম্বর। ইউআইডিএআই-এর তরফ থেকে জানানো হয়েছে অর্ডার করার ৫ দিনের মধ্যে ডাক বিভাগের হাতে এই কার্ড তুলে দেওয়া হবে। এর পরে স্পিড পোস্টের মাধ্যমে এই কার্ড চলে আসবে।
তবে আধার কার্ডে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতেই নতুন কার্ড পৌঁছবে। অন্য কোন ঠিকানায় আধার কার্ড পেতে আগে আধারে ঠিকানা আপডেট করতে হবে।
কাগজের আধার কার্ড সব সময় পকেটে রাখলে কয়েক দিনের মধ্যেই তা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু প্লাস্টিক কার্ড পকেটে রাখলে কোন ক্ষতি হবে না। মাত্র ৫০ টাকায় পাওয়া যাচ্ছে এই কার্ড। তাই সহজেই পকেটে ভরতে পারেন আধার পিভিসি কার্ড।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470