Just In
‘আরোগ্য সেতু’ প্রসারে টেলিকম কোম্পানিগুলির সঙ্গে হাত মেলাল কেন্দ্র
করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে হাজির হয়েছিল আরোগ্য সেতু অ্যাপ। এই অ্যাপ আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে এবার জিও, এয়ারটেল ও ভোডাফোনের সঙ্গে হাত মেলাতে চলেছে কেন্দ্র। এর ফলে প্রায় ৯০ কোটি ভারতবাসীর কাছে এই অ্যাপ পৌঁছে যাবে।

শীঘ্রই ফিচার ফোনেও আরোগ্য সেতু অ্যাপ চলে আসবে। এই জন্যই টেলিকম কোম্পানিগুলির সঙ্গে একসঙ্গে কাজ করবে কেন্দ্র। গটা দেশে প্রায় ৫৫ কোটি ফিচার ফোন গ্রাহক রয়েছে। এই সব মানুষের ফোনেই পৌঁছে যাবে আরোগ্য সেতু।
ভয়েস কলের মাধ্যমে ফিচার ফোনে আরোগ্য সেতু কাজ করবে। ১৯২১ নম্বরে ফোন করে আইভিআরএসয়ের মাধ্যমে যে কোন গ্রাহক ভয়েস কল থেকেই নিয়ের সংক্রমণের ঝুঁকি জেনে নিতে পারবেন।
এছাড়াও এখনও যে সব স্মার্টফোন গ্রাহক এই অ্যাপ ইন্সটল করেননি সবাইকে এসএমএসের মাধ্যমে ডাউনলোড লিঙ্ক পাঠানো হবে।
ইতিমধ্যেই গোটা দেশে ৮ কোটি গ্রাহক আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করেছেন। ফোনের ব্লুটুথ ও জিপিএস ব্যবহার করে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কাজ করে এই অ্যাপ।
এপ্রিলের শুরুতে এই অ্যাপ নিয়ে এসেছিল কেন্দ্র। কোভিড ১৯ সংক্রমণের ঝুঁকি সম্পর্কে অবগত করবে এই অ্যাপ। ব্লুটুথ ও লোকেশন ট্র্যাক করে আপনার চারপাশের সংক্রমণের কথা মাথায় রেখে এই সংক্রমণের ঝুঁকি জানিয়ে দেবে আরোগ্য সেতু অ্যাপ। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে নিয়মিত দেশবাসীকে এই অ্যাপ ইন্সটল করার অনুরোধ জানাচ্ছেন আধিকারিকরা।
অ্যানড্রয়েড ও আইওএস গ্রাহকরা আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে পারবেন। 'AarogyaSetu’ নামে এই অ্যাপ সার্চ করুন। এই অ্যাপ ইন্সটল করার পরে প্রথমেই ভাষার পছন্দ করতে বলবে। বাংলা, ইংরাজি ও হিন্দি ছাড়াও বিভিন্ন প্রাদেশিক ভাষায় এই অ্যাপ ব্যবহার করা যাবে। নিজের পছন্দের ভাষা সিলেক্ট করুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470