Just In
রাজ্যগুলিকে গাড়ির ডিজিটাল নথি দেখার অনুরোধ করল কেন্দ্র
সব রাজ্য সরকারগুলিকে ড্রাইভিং লাইসেন্স সহ গাড়ির যাবতীয় নথির ডিজিটাল ফর্ম্যাট গ্রহন করার অনুরোধ জানালো কেন্দ্র। নতুন নিয়মে Digilocker ও mParivahan অ্যাপ ব্যবহার করে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশান সার্টিফিকেট ও বিমার নথি দেখাতে পারবেন। মঙ্গলবার হাইওয়ে মন্ত্রক এই তথ্য জানিয়েছে।

একই সাথে ট্রাফিক পুলিশ ও ট্রান্সপোর্ট দপ্তরের কর্মীরা eChakkan অ্যাপ ব্যবহার করে সেই নথির সত্যতা যাচাই করতে পারবেন।
নতুন নিয়মে রাস্তাঘাটে কাগজপত্রের ব্যবহার কমাতে চাইছে কেন্দ্র। এছাড়াও নতুন নিয়মে পুলিশ গাড়ির কাগজ আটকে রেখে হুমকি দিতে পারবেন না। আইন মাফিক যে টাকা চালান কাটা প্রয়োজন তার থেকে একটি টাকাও বেশি চাইতে পারবে না পুলিশ।
গাড়ির মালিকরা স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহার করেই রাস্তাঘাটে গাড়ির রেজিস্ট্রেশান সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, ফিটিনেস পার্মিট, পলিউশান পরোক্ষা সহ গাড়ি সংক্তান্ত সব আইনি কাগজ দেখাতে পারবেন।
“এবার থেকে গাড়ির মালিকদের গাড়ির সাথে একগুচ্ছ কাগজ নিয়ে ঘুড়ে বেড়াতে হবে না। সব নথি ডিজিটাল ফর্ম্যাটে স্টর করে রাখা যাবে। পরে রাস্তায় সরকারী কর্মীরা গাড়ির নিথি দেখতে চাইলে ডিজিটাল কপি দেখালে তা গ্রায্য করা হবে।”
তবে শুধুমাত্র Digilocker ও mParivahan অ্যাপ ব্যবহার করে ডিজিটাল নথি দেখানো যাবে। অন্য কোন অ্যাপ থেকে এই তথ্য দেখালে তা গ্রাহ্য হবে না। Android ও iOS ডিভাইসে প্লে স্টর ও অ্যাপ স্টোর থেকে Digilocker ও mParivahan অ্যাপ ডাউনলোড করা যাবে।
তবে বিবৃতিতে জানানো হয়েছে ইন্টারনেট কানেকশান ব্যবহার করে এই ডিজিটাল নথি দেখালে তবেই গ্রাহ্য হবে। অফলাইনে এই নথি দেখালে বাঅ্যাপ এর স্ক্রিনশট দেখালে তা গ্রাহ্য করবেন না ট্রাফিক পুলিশ অথবা পরিবহন দপ্তরের কর্মীরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470