Just In
Don't Miss
ফোল্ডেবেল স্মার্টফোনের পর এবার সামনে এল স্যামসাং ফোল্ডেবেল ট্যাবলেট
সম্প্রতি ডেভেলপার কনফারেন্সে নতুন ফোল্ডেবেল স্মার্টফোন লঞ্চ করেছে স্যামসাং। নতুন এই ফোল্ডেবেল স্মার্টফোনের ডিসপ্লে ভাঁজ করা যাবে। স্যামসাং জানিয়েছে এই এই ভাঁজ করলে একটি স্মার্টফোন আর খুললে একটি ট্যাবলেটের আকার নেবে। ২০১৯ সালে লঞ্চ হবে এই ডিভাইস। এবার নতুন একটি ফোল্ডেবেল ট্যাবলেট সামনে এল।
সম্প্রতি ইন্টারনেটে নতুন ফোল্ডেবেল ট্যাবলেটের ডিজাইন প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে নতুন এই ট্যাবলেট দুইবার ভাঁজ করা যাবে। দুইবার ভাঁজ করার পরে একটি স্মার্টফোনের মতো স্ক্রিন থাকবে এই ডিভাইসে। প্রসঙ্গত সম্প্রতি স্যামসাং এর দেখানো ফোল্ডেবেল ডিভাইসটি একবার ভাঁজ করা যাবে। দুইবার ভাঁজ করার ফলে ভাঁজ খুললে বিশাল ডিসপ্লে পাওয়া যাবে। তবে ভাঁজ করলে ডিভাইসটি অপেক্ষাকৃত মোটা হয়ে থাকবে।
সম্প্রতি লঞ্চ হওয়া ফোল্ডেবেল স্যামসাং স্মার্টফোনটি বইয়ের মতো দেখতে। ভাঁজ খুললে ভিতরে একটি ডিসপ্লে থাকবে। স্যামসাং জানিয়েছে ভাঁজ করে এই ডিভাইসকে স্মার্টফোন ফিসাবে ব্যবহার করা যাবে। বাইরের দিকে থাকবে একটি ৭.৩ ইঞ্চি ডিসপ্লে। এই ডিভাইসের AMOLED ডিসপ্লের উপরে ব্যবহারের জন্য কাঁচের পরিবর্তে নতুন একটি মেটিরিয়াল তৈরী করেছে স্যামসাং।
এছাড়াও সম্প্রতি একটি ফ্লিপ ফোন লঞ্চ করেছে স্যামসাং। নতুন এই ফ্লিপ ফোনে দুটি ডিসপ্লে থাকবে। ফ্লিপ ফোনে রয়েছে দুটি ৪.২ ইঞ্চি FHD Super AMOLED ডিসপ্লে। ফোনের ভিতরে ও বাইরে একটি করে ডিসপ্লে থাকবে।
হ্যান্ডসেটের বাইরে থাকবে গ্লাস বডি। ফোনের পিছনে থাকবে গোরিলা গ্লাসের বিশেষ সুরক্ষা। ফোনের পাশে রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর একটি বিক্সবি বাটন। বিক্সবি স্যামসাং এর নিজস্ব ভয়েস অ্যাসিস্ট্যান্ট।
ফোনের ভিতরে রয়েছে Snapdragon 845 চিপসেট, 6GB RAM আর 128GB/256GB স্টোরেজ। এই ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেম চলবে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190