Just In
Don't Miss
করোনাভাইরাস সংক্রমণ হয়েছে? বুঝতে সাহায্য করবে এয়ারটেল অ্যাপ
করোনাভাইরাস সংক্রমণ মূল্যায়ন করতে বিশেষ টুল নিয়ে এল এয়ারটেল। অ্যাপোলোর হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে পৌঁছে গেল করোনাভাইরাস সেলফ-অ্যাসেসমেন্ট টুল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে এয়ারটেল। সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল করাবে এয়ারটেল। মাই জিও অ্যাপ থেকে ইতিমধ্যেই একই কাজ করতে পারেন জিও গ্রাহকরা।
এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপের কোভিড ১৯ টুল ব্যবহার করে সহজেই ভাইরাস সংক্রমণের ঝুঁকি মূল্যায়ন করা যাবে। সংক্রমণের ঝুঁকি থাকছে অ্যাপোলো ২৪।৭ এর সঙ্গে বিনামূল্যে যোগাযোগ করে পরামর্শ চাওয়া যাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বিধি মেনে কীভাবে সুরক্ষিত থাকা সম্ভব তা জানাবে এই অ্যাপ।
গ্রাহকের প্রশ্নের উত্তর দিচ্ছেন ১০০ জন ডাক্তার। যদি কোন গ্রাহককে কোভিড ১৯ টেস্ট করতে হয় সেই ক্ষেত্রে অনুমোদিত পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।
এছাড়াও বাড়ি বসে গ্রাহকের রিচার্জে সুবিধা করে দিতে সব এয়ারটেল রিচার্জে ৪ শতাংশ ক্যাশ-ব্যাক দিচ্ছে এয়ারটেল। এর ফলে লকডাউনের সময় বন্ধু ও প্রিয়জনের এয়ারটেল নম্বর রিচার্জ করে বাড়ি বসে রোজগার করা যাবে।
মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে গোটা দেশে লকডাউন ৩ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। দেশের মানুষকে একই রকম সংযমের মাধ্যমে কঠোরভাবে নিয়ম পালন করার আহ্বান জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০ এপ্রিল থেকে দেশের যে সব এলাকা থেকে সংক্রমণের খবর আসেনি সে এলাকায় লকডাউনে ছাড় দেওয়া হতে পারে। যদিও পরে সংক্রমণের খবর পাওয়া গেলে আবার লকডাউনের নিয়ম কঠোর হবে।
ইতিমধ্যেই ভারতে মোট করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ১০,০০০ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। প্রায় প্রতিদিনই ১,০০০ এর বেশি নতুন সংক্রমণের খবর সামনে আসছে।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190