Just In
৪০১ টাকা প্রিপেড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে এয়ারটেল?
সম্প্রতি ৪০১ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। নতুন এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। নতুন প্রিপেড প্ল্যানের সঙ্গে ৩জিবি ডেটা ব্যবহার করা যাবে। যদিও এই প্ল্যানের সঙ্গে কোন কলিং ও ডেটার সুবিধা দিচ্ছে না গুরুগ্রামের কোম্পানিটি।

এই প্ল্যানের সঙ্গে হটস্টার ডিজনি প্লাস ভিআইপি সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যাবে। এক বছর এই সাবস্ক্রিপশন ব্যবহার করা যাবে। ২৮ দিন পরে ৪০১ টাকা প্ল্যানের ভ্যালিডিটি শেষ হলেও এই ভিআইপি সাবস্ক্রিপশন চলতে থাকবে। সম্প্রতি করোনাভাইরাস লকডাউনের কারণে ওটিটি সাবস্ক্রিপশনের জনপ্রিয়তা বেড়েছে। তাই নতুন এই প্রিপেড প্ল্যান নিয়ে এল এয়ারটেল। এই সবস্ক্রিপশনে সব লাইভ খেলার দেখার সঙ্গেই বিভিন্ন অরিজিনাল শো দেখার সুযোগ পাবেন গ্রাহক।
জিও-র সঙ্গে প্রতিযোগিতায় নতুন প্ল্যান নিয়ে এসেছিল এয়ারটেল। এয়ারটেল হোল প্ল্যানে সব ধরনের এয়ারটেল পরিষেবা একসঙ্গে ব্যবহার করা যাবে। ইতিমধ্যেই এই বিভাগে ৮৯৯ টাকা ও ১,৩৯৯ টাকা প্ল্যান রয়েছে। এবার ১,৮৯৯ টাকার হোম প্ল্যান নিয়ে হাজির হল টেলিকম কোম্পানিটি।
এয়ারটেল হোম ১,৮৯৯ টাকা প্ল্যানে এয়ারটেলের বিভিন্ন পরিষেবা ব্যবহারে ছড় পাওয়া যাবে। এই প্ল্যানের সঙ্গে মিলবে ১০০ এমবিপিএস স্পিডে ৫০০ জিবি ডেটা। সঙ্গে পাওয়া যাবে আনলিমিটেড কল। এয়ারটেল ডিটিএইচ গ্রাহকরা ১৪০টি এইচডি ও এসডি চ্যানেল দেখতে পাবেন। পোস্টপেড গ্রাহকরা মাসে ৭৫গব ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কল করতে পারবেন। সঙ্গে দুই জন পোস্টপেড গ্রাহককে যোগ করা যাবে। সেই দুই গ্রাহক মাসে ১০গব ডেটা, প্রতিদিন ১০০ এসএমএস ও আনলিমিটেড কল করতে পারবেন।
সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ মূল্যায়ন করতে বিশেষ টুল নিয়ে এসেছে এয়ারটেল। অ্যাপোলোর হাসপাতালের সঙ্গে হাত মিলিয়ে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে পৌঁছে গেল করোনাভাইরাস সেলফ-অ্যাসেসমেন্ট টুল। করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতেই এই বিশেষ উদ্যোগ নিয়েছে এয়ারটেল। সাধারণ কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি সম্পর্কে ওয়াকিবহাল করাবে এয়ারটেল। মাই জিও অ্যাপ থেকে ইতিমধ্যেই একই কাজ করতে পারেন জিও গ্রাহকরা।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470