Just In
Don't Miss
অবিশ্বাস্য দামে প্রতিদিন 1.5GB ডাটা দিচ্ছে এয়ারটেল
প্রিপেডে নতুন প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল। জিওর সাথে প্রতিযোগিতায় নতুন এই প্ল্যান লঞ্চের সিদ্ধান্ত নিয়েছে। নতুন এই প্ল্যানে গ্রাহককে ৩৯৮ টাকা খরচ করতে হবে।
নতুন ৩৯৮ টাকা প্ল্যানে গ্রাহক দিনে 1.5GB ডাটা ব্যবহার করতে পারবেন। সাথে থাকবে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল আর রোমিং কলের সুবিধা। তবে এই প্ল্যানে কলিং এ কোন দৈনিক বা সাপ্তাহিক লিমিট থাকবে না। নতুন ৩৯৮ টাকা প্ল্যানে গ্রাহক ৭০ দিন ভ্যালিডিটি পাবেন। অর্থাৎ ৩৯৮ টাকা প্ল্যানে মোট 105GB ডাটা ব্যবহার করা যাবে।
টেলিকমটকে এক রিপোর্টে জানানো হয়েছে ভারতের সব সার্কেলে এই প্ল্যান চালু হয়েছে। আকর্ষনীয়ভাবে এয়ারটেলের ৩৯৯ টাকা প্ল্যানে দিনে 1.4GB ডাটা আর আনলিমিটেড কল করা যায়। ৩৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
জিওর ৩৯৮ টাকা প্ল্যানের সাথে সরাসরি প্রতিযোগিতার সম্মুখীন হবে এয়ারটেলের ৩৯৮ টাকার প্ল্যান। জিও ৩৯৮ টাকা প্ল্যানে দিনে 2GB ডাটা, আনলিমিটেল লোকাল, ন্যাশানাল ও রোমিং কল, দিনে ১০০ টি SMS আর সব জিও অ্যাপ ব্যবহারের সুবিধা দেয়। ৩৯৮ টাকা জিও প্ল্যানের ভ্যালিডিটি ৭০ দিন।
ভোডাফোনের ৩৯৯ টাকা প্ল্যানে দিনে 1.4 GB ডাটা ব্যবহার করা যায়। সাথে রয়েছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কলের সুবিধা। তবে এই প্ল্যানে দিনে সর্বোচ্চ ২৫০ মিনিট ও সপ্তাহে সর্বোচ্চ ১০০০ মিনিট কথা বলা যায়।
জিও ও ভোডাফোনকে টেক্কা দিতে নিয়মিত একের প এক সুবিধা নিয়ে আসছে এয়ারটেল। সম্প্রতি কাস্টোমার লয়্যালিটি প্ল্যান নিয়ে এসেছিল গুরুগ্রামের কোম্পানিটি। এছাড়াও কোম্পানির একাধিক প্রিপেড রিচার্জে পাওয়া যাচ্ছিল ১০০ শতাংশ ক্যাশব্যাক। এর পরেই জিওকে ঘায়েল করতে নতুন এই প্ল্যান নিয়ে হাজির হল এয়ারটেল।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190