Just In
বিদেশ যাত্রায় পকেটে রাখুন এয়ারটেল
একাধিক ইন্টারন্যাশানাল রোমিং প্যাক নিয়ে হাজির হল এয়ারটেল। নতুন প্ল্যানগুলি ব্যবহার করে গ্রাহক বিদেশ যাত্রার সময় কম খরচে কল ও ডেটা ব্যবহার করতে পারবেন।

টেলিকম টকে প্রকাশিত এক রিপোর্টে জানানো হয়েছে শুধুমাত্র প্রিপেড গ্রাহকদের জন্য নতুন ইন্টারন্যাশানাল প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। ১৯৬ টাকা থেকে এই প্ল্যাঙ্গুলি শুরু হচ্ছে। ১৯৬ টাকায় মোট ২০ মিনিট কল করা যাবে।
১৯৬ টাকা ছাড়াও ২৯৬ টাকা ও ৪৪৬ টাকার ইন্টারন্যাশানল প্ল্যান নিয়ে এসেছে গুরুগ্রামের কোম্পানিটি। ২৯৬ টাকায় থাকছে ৪০ মিনিট টকটাইম আর ৪৪৬ টাকায় থাকছে ৭৫ মিনিট টকটাইম। তিনটি প্ল্যানেই বিনামুল্যে নির্দিষ্ট পরিমান ইনকামিং ও আউটগোইং কল করা যাবে।
১৯৬ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ১ দিন। ২৯৬ টাকা ও ৪৪৬ টাকা প্ল্যানের ভ্যালিডিটি যথাক্রমে ৩০ দিন ও ৯০ দিন। মোট ২০ টি দেশে কাজ করবে এই প্ল্যান। এই ২০টি দেশ হল মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জার্মানি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, হংকং, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেদারল্যান্ডস, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন।
এয়ারটেল ওয়েবসাইট ও মাই এয়ারটেল অ্যাপ থেকে কোম্পানির প্রইপেড গ্রাহকরা এই রিচার্জ করতে পারবেন।
এয়ারটে ছাড়াও কম খরচে ইন্টারন্যাশানাল রোমিং প্যাক দেয় এয়ারটেল ও ভোডাফোন। ৫৭৫ টাকায় ইন্টারন্যাশানাল রোমিং এর সুবিধা দেয় মকেশ আম্বানির জিও। এই প্ল্যানে আনলিমিটেড কল ও এসএমএস ও ডেটা ব্যবহার করতে পারেন জিও গ্রাহক। অব্যদিকে ভোডাফোনেও ৫৭৫ টাকায় 1GB ডেটা আর ১০০ মিনিট আউটগোইং কল করা যায়। এই প্ল্যানের ভ্যালিডিটি ১ দিন। সাথে থাকছে আনলিমিটেড ইনকামিং কল আর ১০০টি এসএমএস।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470