Just In
- 13 hrs ago
বিএসএনএল প্রজাতন্ত্র দিবস অফার ২০২১: বাড়ল একাধিক প্ল্যানের ভ্যালিডিটি, সামনে এল নতুন প্ল্যান
- 4 days ago
টেলিগ্রামে সাইলেন্ট মেসেজ পাঠাবেন কীভাবে?
- 5 days ago
বাড়ি বসেই আধার কার্ডের ঠিকানা, জন্ম তারিখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পরিবর্তন করবেন কীভাবে? ধাপে ধাপে দেখে ন
- 6 days ago
পকেট-সই দামে বিএসএনএল ব্রডব্যান্ডের পাঁচটি প্ল্যান দেখে নিন
Don't Miss
নতুন আনলিমিটেড প্ল্যান নিয়ে এল এয়ারটেল
জিওর চাপে জেরবার সবাই। সেই কারনেই এক হয়ে গিয়েছে ভোডাফোন ও এয়ারটেল। তবে হাল ছাড়তে রাজি নয় এয়ারটেল। প্রায় রোজই নিত্যনতুন অফার নিয়ে হাজির হচ্ছে এয়ারটেল। সম্প্রতি নতুন গ্রাহকদের জন্য পাঁচটি নতুন প্ল্যান লঞ্চ করেছিল কোমপানিটি। এবার কোম্পানির গ্রাহকদের জন্য ২৮৯ টাকার প্ল্যান নিয়ে এল এয়ারটেল। গ্রাহকের মন জয় করতে ২৮৯ টাক্র প্ল্যানে ৪৮ দিন ভ্যালিডিটি দেবে এয়ারটেল।
সম্প্রতি টেলিকম টক ওয়াবসাইটে এক রিপোর্টে জানা গিয়েছে ২৮৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। এই প্ল্যানে প্রতিদিন 1GB ডাটা ব্যবহার করা যাবে। এর সাথে থাকছে আনলিমিটেড লোকাল ন্যাশানাল ও রোমিং কলে সুবিধা। এর সাথেই ২৮৯ টাকার প্ল্যানে প্রতিদিন ১০০ টি SMS করা যাবে। নতুন এই প্ল্যানের ভ্যালিডিটি ৪৮ দিন। অর্থাৎ এই প্ল্যানে দিনে প্রায় প্রায় ৬ টাকা খরচ হবে।
এয়ারটেলের ২৮৯ টাকার প্ল্যানের সাথে প্রতিযোগিতায় ইতিমধ্যেই বাজারে রয়েছে জিওর ২৯৯ টাকার প্রিপেড প্ল্যান ও আইডিয়ার ২৯৫ টাকার প্রিপেড প্ল্যান।
সম্প্রতি ১৬৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি বাড়িয়েছে এয়ারটেল। ১৬৮ টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডাড়া আর ১০০ টি SMS এর সাথেই আনলিমিটেড কল করতে পারবেন গ্রাহকরা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। অর্থাৎ এই প্ল্যানের গ্রাহকরা ১৬৮ টাকায় মোট 28GB ডাটা আর ২৮০০ SMS এর সাথেই আনলিমিটেড কল পাবেন। যদিও কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট ও অ্যাপ থেকে এখনো ১৬৮ টাকার প্ল্যানের ভ্যালিডিটি ২০ দিন দেখাচ্ছে।
সম্প্রতি কম দামে তিনটি নতুন প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল। ১০০ টাকার নীচে এই প্ল্যানগুলিতে ডাটা সুবিধার সাথেই গ্রাহকরা পাবেন আনলিমিটেড কল আর ফ্রি ন্যাশানাল রোমিং।
আপাতত শুধুমাত্র পাঞ্জাব, তামিলনাড়ু আর উত্তর প্রদেশ পশ্চিম সার্কেলে এই প্ল্যান লঞ্চ হয়েছে। আগামী কয়েক সম্পতাহের মধ্যেই ভারতের বাকি সব সার্কেলে এই প্ল্যান নিয়ে আসবে এয়ারটেল।
৩৫ টাকা রিচার্জে ২৬.৬৬ টাকা টকটাইম পাওয়া যাবে। লোকাল, ন্যাশানাল ও রোমিং কলে প্রতি সেকেন্ডে ১ পয়সা খরচ হবে। এর সাথেই ২৮ দিনের ভ্যালিডি পাওয়া যাবে এই প্ল্যানে। ৩৫ টাকার প্ল্যানে গ্রাহকরা 100MB ডাটা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।
৬৫ টাকার প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন। এই প্ল্যানে গ্রাহক ৬৫ টাকার ফুল টকটাইম পাবেন। সব কলে সেকেন্ডে ১ পয়সা খরচ হবে। সাথে পাওয়া যাবে 200MB ডাটা।
৯৫ টাকার প্ল্যানে গ্রাহক ৯৫ টাকা টকটাইম পাবেন। এই প্ল্যানে কল করতে দুই সেকেন্ডে এক পয়সা খরচ হবে। এর সাথেই গ্রাহকর বিনামূল্যে 500MB ডাটা ব্যবহহার করতে পারবেন। ৯৫ টাকার এই প্ল্যানের ভ্যালিডিটিও ২৮ দিন।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190