Just In
৩৪৯ টাকা আর ৩৯৯ টাকা পোস্টপেড প্ল্যানে কী সুবিধা দিচ্ছে এয়ারটেল?
পোস্টপেডে আরও দুটি নতুন প্ল্যান নিয়ে এল এয়ারটেল। আপাতত নির্বাচিত কিছু সার্কেলের গ্রাহকরা এই দুই প্ল্যান ব্যবহার করতে পারবেন। দিল্লি, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, কর্ণাটক ও তামিলনাডুর গ্রাহকরা আপাতত এই দুটি প্ল্যান ব্যবহার করতে পারবেন।

দুটি নতুন পোস্টপেড প্ল্যানের সাথেই থাকছে ডেটা ও কলিং এর সুবিধা। ৩৪৯ টাকা প্ল্যানে থাকছে ৫ জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করার সুবিধা আর দিনে ১০০ টি এসএমএস। বিনোদনের জন্য ৩৪৯ টাকা পোস্টপেড প্ল্যানের সাথে জি৫ আর এত্যাড়তেল টিভি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
অন্যদিকে ৩৯৯ টাকা প্ল্যানে থাকছে ৪০ জিবি ডেটা। সাথে থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশানাল ও রোমিং কল করার সুবিধা আর দিনে ১০০ টি এসএমএস। বিনোদনের জন্য ৩৪৯ টাকা পোস্টপেড প্ল্যানের সাথে জি৫ আর এত্যাড়তেল টিভি প্রিমিয়াম সাবস্ক্রিপশন সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে।
সম্প্রতি প্রিপেডে ১২৯ টাকা ও ২৪৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল গুরুগ্রামের কোম্পানিটি। জিও ১৪৯ টাকা ও ২৯৯ টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই দুটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।
১২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১২৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। অর্থাৎ ১২৯ টাকা প্ল্যানে মোট ৫৬জিবি ডেটা ব্যবহার করা যাবে।
২৪৯ টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথেও থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। তবে ২৪৯ টাকা প্ল্যানের সাথে একটি বিশেষ সুবিধা দিচ্ছে এয়ারটেল।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470