Just In
Don't Miss
দৈনিক ডেটার সাথে মিলবে জীবন বিমা, দেখে নিন এয়ারটেলের নতুন প্ল্যান
ভারতে মাত্র ৪ শতাংশ মানুষের জীবন বিমা রয়েছে। অন্যদিকে গোটা দেশে ৯০ শতাংশ মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। এই বিপুল পরিমান মানুষের কাছে সহজে জীবন বিমা পৌঁছে দিতে নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করল এয়ারটেল। নতুন প্ল্যানে অন্যান্য সুবিধার সাথেই ৪ লক্ষ টাকার জীবন বিমা পাওয়া যাবে। নেই প্ল্যানে ৫৯৯ টাকা খরচ হবে। দেখে নিন কী কী সুবিধা পাওয়া যাবে।
৫৯৯ টাকা প্রিপেড প্ল্যানে গোটা দেশে আনলিমিটেড কল ইনমাইং ও আউটগোইং কল করা যাবে। সাথে থাকছে দিনে ২জিবি ডেটা। এই প্ল্যানের সাথে দিনে ১০০ টা এসএমএস বিনামূল্যে পাওয়া যাবে। ৫৯৯ টাকা প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। এই প্ল্যানের সাথে বিনামূল্যে ৪ লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমার সুবিধা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি।
৫৯৯ টাকা জীবন বিমান জন্য গ্রাহককে আলাদা কোন কাগজে সই করতে হবে না। প্রয়োজন হবে না অন্য কোন নথির। ১৮ বছর থেকে ৫৪ বছর বয়সের গ্রাহকরা জীবন বিমার সুবিধা পাবেন। ভারতী আক্সা লাইফ ইন্সিওরেন্সের সাথে হাত মিলিয়ে এই প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। আপাতত তামিলনাডু সার্কেলের এয়ারটেল গ্রাহকরা এই প্ল্যান ব্যবহার করতে পারবেন।
গ্রামীণ ভারতে খুব কম সংখ্যক মানুষের জীবন বিমা থাকে। সেই সব মানুষের কাছে স্বহবে বিমার সুবিধা পৌঁছে দিতে এই প্ল্যান লঞ্চ করেছে এয়ারটেল।
সম্প্রতি প্রিপেডে ১২৯ টাকা ও ২৪৯ টাকা প্রিপেড প্ল্যান নিয়ে হাজির হয়েছিল গুরুগ্রামের কোম্পানিটি। জিও ১৪৯ টাকা ও ২৯৯ টাকা প্ল্যানের সাথে প্রতিযোগিতায় এই দুটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।
১২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস ব্যবহার করা যাবে। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১২৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। সাথে থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। অর্থাৎ ১২৯ টাকা প্ল্যানে মোট ৫৬জিবি ডেটা ব্যবহার করা যাবে।
২৪৯ টাকা প্ল্যানের সাথেও থাকছে আনলিমিটেড কল এর সাথেই দিনে ১০০ টি এসএমএস। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৯ টাকা প্ল্যানে দিনে ২জিবি ডেটা ব্যবহার করা যাবে। এই প্ল্যানের সাথেও থাকছে এয়ারটেল টিভি আর উইঙ্ক মিউজিক সাবস্ক্রিপশান। তবে ২৪৯ টাকা প্ল্যানের সাথে একটি বিশেষ সুবিধা দিচ্ছে এয়ারটেল।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190