বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন

By Gizbot Bureau
|

মোবাইল ও অ্যাকসেসারিজে দুর্দান্ত ছাড় নিয়ে এল অ্যামাজন। এই সেক্লে বিভিন্ন স্মার্টফোন ও অ্যাকসেসারিজে ৪০ শতানগশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। ৩০ অফাস্ট পর্যন্ত অ্যামাজনে এই সেল চলবে। এই সেলে ওয়ানপ্লাস, শাওমি, স্যামসাং সহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির ফোনে আকর্ষনীয় অফার থাকছে। ২৭ অগাস্ট থেকে ৩০ অগাস্ট পর্যন্ত শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই অফার নিয়ে এসেছে ই-কমার্স জায়েন্ট অ্যামাজন।

 
বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে অ্যামাজন

এই সেলে এইচ ডি এফ সি ব্যাঙ্ক গ্রাহকরা ক্রেডিড কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে অতিরিক্ত ৫০০ টাকা ছাড় পাবেন। ই এম আই এর মাধ্যমে কেনাকাটায় অতিরিক্ত ২৫০ টাকা ছাড় দেবে অ্যামাজন। বিভিন্ন স্মার্টফোনের দাম কমার সাথেই এই সেলে নো কস্ট ই এম আই, টোটাল ড্যামেজ প্রটেকশন ও পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জে দুর্দান্ত অফার পাওয়া যাবে।

৩০ অগাস্ট পর্যন্ত অ্যামাজন থেকে ৫৮,৯৯৯ টাকায় আইফোন এক্সআর পাওয়া যাবে। শার্ক দিন সেলফি ক্যামেরার ওপ্পো রেনো পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকায়। অনর ভিউ ২০ ফোনের দাম কমে হয়েছে ২৪,৯৯৯ টাকা। লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ৪২,৯৯৯ টাকা।

 

তবে প্রিমিয়াম সেগমেন্টের সাথেই এই সেলে মিডরেঞ্জ সেগমেন্টের একাধিক স্মার্টফোন সস্তা হয়েছে। ১০,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে নোকিয়া ৬.১ প্লাস। এই ফোনে ৬ জিবি র‍্যাম আর ৬৪ জিবি স্টোরেজে এই ফোন পাওয়া যাবে। অ্যামাজনে পোকো এফ ১ এর দাম শুরু হচ্ছে ১৮,৯৯৯ টাকা থেকে।

এছাড়াও মাসের শেষে অ্যামাজন সেলে সস্তা হয়েছে শাপমি রেডমি ওয়াই ৩, রেডমি ৭, অনর ৯ এন, অনর ১০ লাইট, এলজি ডব্লু ৩০ সহ একাধিক জনপ্রিয় স্মার্টফোন। ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে রেডমি ওয়াই ৩। রেডমি ৭ ফোনের বেস ভেরিয়েন্টের দাম কমে হয়েছে ৭,৪৯৯ টাকা। এই ফোনের বেস ভেরিয়েন্টে থাকছে ২ জিবি র‍্যাম আর ৩২ জিবি স্টোরেজ।

৮,৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অনর ৯ এন। এই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। লঞ্চের সময় অনর ৯ এন এর দাম ছিল ১৫,৯৯৯ টাকা। ৮,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে অনর ১০ লাইট। এই ফোনে রয়েছে শক্তিশালী কিরিন ৭১০ চিপসেট।

ট্রিপল ক্যামেরার এলজি ডব্লু ৩০ পাওয়া যাচ্ছে ৮,৯৯৯ টাকা থেকে। ৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে এন্ট্রি লেভেল এলজি ডব্লু ১০।

Best Mobiles in India

Read more about:
English summary
Amazon Fab Phones Fest: Offers On OnePlus 7, Redmi Y3, Nokia 6.1 Plus And More

Best Phones

চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X
X