Just In
পার্ট টাইম কাজ খুঁজছেন? আপনাকে কাজ দেওয়ার জন্য তৈরী অ্যামাজন
ইতিমধ্যেই প্রায় গোটা দেশে প্রোডাক্ট ডেলিভার করে অ্যামাজন। এবার আরও দ্রুত গ্রাহকের কাছে অর্ডার ডেলিয়াভ্র করতে আপনার সাহায্য চাইছে মার্কিন ই-কমার্স কোম্পানিটি। এর জন্য অ্যামাজন ফ্লেক্স নামে নতুন একটি প্ল্যাটফর্ম লঞ্চ করেছে কোম্পানিটি। ভারতে পার্ট টাইমে আরও বেশি টাকা রোজগার করতেচান যাঁরা, তাদের জন্যই বিশেষ ভাবে এই প্ল্যাটফর্ম নিয়ে এসেছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানিটি।

প্রধানত সিকিউরিটি গার্ড, কলেজ পড়ুয়া, ও যে কোন ভারতীয় যাঁরা অবসর সময়ে কিছু অতিরিক্ত রোজগার করতে চান তারা নতুন এই প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন। অ্যামাজন প্যাকেজ ডেলিভার করে প্রতি ঘন্টায় ১২০ টাকা থেকে ২৪০ টাকা রোজগার করা যাবে।
গত কয়েক সপ্তাহ ধরেই ভারতে বিভিন্ন শহরে অ্যামাজন ফ্লেক্স পরীক্ষামুলকভাবে শুরু হয়েছে। আপাতত বেঙ্গালুরু, মুম্বাই ও দিল্লিতে এই প্ল্যাটফর্ম লঞ্চ করেছে অ্যামাজন। ইতিমধ্যেই উত্তর আমেরিকা, জার্মানি, স্পেন, জাপান, সিঙ্গাপুর আর ইংল্যান্ডে এই প্ল্যাটফর্মের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভার করে অ্যামাজন। অ্যামাজন ফ্লেক্স এর অধীনে কাজ করলে প্রতি সপ্তাহের বুধবার সপ্তাহের পুরো টাকা অনলাইন বুয়াঙ্ক ট্রান্সফারে আপনার অ্যাকাউন্টে পৌঁছে যাবে। এই কাজ করার জন্য একটি প্যান কার্ড থাকা বাধ্যতামুলক। সাথে পাওয়া যাবে পাঁচ লক্ষ টাকার বিমা।
অ্যামাজন ফ্লেক্স এ পার্ট টাইম কাজ করার জন্য একটি অ্যানড্রয়েড ফোন থাকা বাধ্যতামুলক। সেখানে অ্যামাজন ফ্লেক্স অ্যাপ ইনস্টল করে কোন সময়ে ডেলিভার করতে পারবেন জানাতে হবে। এবার অ্যাপ এর মধ্যে একাধিক ভিডিওর মাধ্যমে ট্রেনিং হবে। এছাড়াও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যামাজন অফিসে গেলে সেখানেও ক্লাস নেওয়া হবে।
তাই আর দেরী কিসের? অবসর সময়ে কয়েক ঘন্টা অতিরিক্ত কাজ করার জন্য নিজের অ্যানড্রয়েড ফোনে অ্যামাজন অ্যাপ ইনস্টল করে প্যান কার্ড ব্যবহার করে রেজিস্টার করে ফেলুন।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470