Just In
অ্যামাজন প্রাইম ডে সেল: এক নজরে সব তথ্য
প্রাইম ডে সেল এর দিন ঘোষনা করল অ্যামাজন। ২০১৬ সালে প্রথম এই সেল শুরু হয়েছিল ভারতে। শুধুমাত্র অ্যামাজন প্রাইম গ্রাহকরা এই সেলে অংশ নিতে পারবেন। এক নজরে ২০১৯ সালের অ্যামাজন প্রাইম ডে সেল এর সব অফার দেখে নিন।

১। ১৫ থেকে ১৬ জুলাই পর্যন্ত চলবে অ্যামাজন প্রাইম ডে সেল। সোমবার মধ্যরাতে এই সেল শুরু হবে।
২। ২০১৯ সালের প্রাইম ডে সেল চলবে ৪৮ ঘন্টা ধরে। ২০১৮ সালে ৩৬ ঘন্টা ধরে চলেছিল অ্যামাজন প্রাইম ডে সেল।
৩। ওয়ানপ্লাস, স্যামসাং, সেনহাইসার এর মতো কোম্পানি এই সেলে একাধিক প্রোডাক্ট রিলিজ করবে। অ্যামাজন জানিয়েছে এই সেল এ ১,০০০ এর বেশি প্রোডাক্ট লঞ্চ হবে।
৪। স্থানীয় সেলারদের জন্য থাকছে আলাদা পেজ। এই প্রহতম প্রাইম ডে সেল এ স্থানীয় সেলাররা অংশ নেবেন।
৫। এইচডিএফসি ব্যাঙ্ক ক্রেডিট ও ডেবিট কার্ড গ্রাহকরা এই সেলে অতিরিক্ত ১০ শতাংশ ছাড় পাবেন। সাথে থাকছে সহই ইএমআই অপশন।
৬। অ্যামাজন পে অথবা আইসিআইসিআই ক্রেডিট কার্ড থেকে কেনাকাটায় থাকছে বিশেষ রিওয়ার্ড পয়েন্ট।
৭। ভারত সহ ১৮ টি দেশে প্রাইম ডে সেল এর আয়োজন করেছে অ্যামাজন।
৮। অ্যামাজন প্রাইম মেম্বারশিপের জন্য মাসে ১২৯ টাকা খরচ হয়।
৯। প্রাইম মেম্বারশিপে অ্যামাজন গ্রাহকরা বিনামূল্যে দ্রুত ডেলিভারি, আনলিমিটেড ভিডিও, আর বিশেষ অফার পান।
১০। বিশ্বব্যাপী মোট ১০ কোটি অ্যামাজন প্রাইম গ্রাহক রয়েছেন। তবে ভারতে প্রাইম গ্রাহকের সংখ্যা কত জানায়নি মার্কিন কোম্পানিটি।
১১। এই সেল এর সময় ১৪ টি নতুন ভিডিও টাইটেল লঞ্চ হবে। এছাড়াও রয়েছে সাতটি হিন্দি ও প্রাদেশিক ভাশার টাইটেল। ১ জুলাই থেকে শুরু হবে এই ভিডিও টাইটেলগুলি।
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470