Just In
Don't Miss
শুরু হচ্ছে অ্যামাজন প্রাইম ডে সেল, স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়
১৫ জুলাই শুরু হচ্ছে ২০১৯ সালের অয়ামাজন প্রাইম ডে সেল। ৪৮ ঘন্টা ধরে এই সেল চলবে। এই সেলে অ্যামাজনে প্রায় সব বিভাগের প্রোডাক্ট সস্তা হবে। স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সে থাকছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। এর মধ্যে রয়েছে স্মার্ট বাল্ব, স্মার্ট প্লাগ, স্মার্ট রিমোট, স্মার্ট ক্যামেরা আর স্মার্ট ফ্যানের মতো ডিভাইসগুলি। অ্যামাজন এলেক্সার মাধ্যমে এই সব ডিভাইস ব্যবহার করে কন্ঠস্বরের মাধ্যমে বিভিন্ন অ্যাপলায়েন্স নিয়ন্ত্রণ করা যাবে।
স্মার্ট বাল্ব ও স্মার্ট লাইট
উইপ্রো, সিস্কা, টিপিলিঙ্ক, ফিলিপসের মতো জনপ্রিয় ব্র্যান্ডের স্মার্ট লাইট সস্তা হবে এই সেলে। ৭৯৯ টাকায় পাওয়া যাবে ৭ ওয়াট সিস্কা স্মার্ট লাইট। ৯ ওয়াট উইপ্রো স্মার্ট লাইট পাওয়া যাবে ৮৯৯ টাকায়। ২০ ওয়াট উইপ্রো স্মার্ট লাইট কিনতে ১,২৪৯ টাকা খরচ হবে। ১০ ওয়াট ফিলিপস হিউ পাওয়া যাবে ২,২৪৩ টাকায়।
স্মার্ট প্লাগ
স্মার্ট লাইটের সাথেই এই সেলে অবিশ্বাস্য দামে পাওয়া যাবে বিভিন্ন স্মার্ট প্লাগ। ওয়াই ফাই এর মাধ্যমে এই প্লাগ গুলি কন্ট্রোল করা যাবে। ১,১৭৯ টাকা থেকে এই স্মার্ট প্লাগের দাম শুরু হচ্ছে। ১৬ অ্যাম্প প্লাগ কিনতে ২,৭০০ টাকা খরচ হবে। প্যানাসনিকের স্মার্ট প্লাগ কিট পাওয়া যাবে ৪,০৯৯ টাকায়।
স্মার্ট রিমোট
২,৬৯৯ টাকায় পাওয়া যাবে স্মার্ট রিমোট। প্রায় সব ধরনের সেট টপ বক্সের সাথে কাজ করবে এই রিমোট।
স্মার্ট ক্যামেরা
১,৯৪৫ টাকা থেকে এই সেলে স্মার্ট ক্যামেরা পাওয়া যাবে। ডিলিঙ্ক এর এই ক্যামেরা ওয়াই ফাই এর মাধ্যমে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে।
স্মার্ট ফ্যান
৫,৩৪৯ টাকা থেকে পাওয়া যাচ্ছে গোরল্লা স্মার্ট ফ্যান। এছাড়াও ৮,২০০ টাকায় পাওয়া যাবে ওরিয়েন্ট স্মার্ট ফ্যান।
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190